কলকাতার মতো উলুবেড়িয়া পুরসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস বাইরে থেকে লোক এনে অশান্তি করতে পারে বলে অভিযোগ করলেন বামফ্রন্টের চেয়ারম্যান তথা সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সোমবার সন্ধ্যায় উলুবেড়িয়ার গরুহাটা মোড়ে বামফ্রন্টের এক নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে সূর্যকান্তবাবু বলেন, ‘‘কলকাতা পুরসভায় বাইরে থেকে লোক এনে তৃণমূল ভোট করেছে। এখানেও বাইরে থেকে লোক এনে অশান্তি করতে পারে। তা হলে আপনারা প্রতিরোধ করবেন।’’
একইসঙ্গে তিনি অবশ্য জানান, প্রতিরোধ করতে হবে শান্তিপূর্ণভাবে। তিনি বলেন, ‘‘তৃণমূল বুথ দখল করবে। আমরা বুথ দখল করব না। মানুষের মনের দখল নিতে হবে। প্রতিটি মানষের বাড়ি বাড়ি যেতে হবে। কেউ গালিগালাজ করলেও তাঁর বাড়ি যেতে হবে। মানুষের শক্তিই একমাত্র তৃণমূলের সন্ত্রাসকে রুখতে পারে।’’
উলুবেড়িয়ায় জনসভায় সূর্যকান্ত মিশ্র।
এদিন সূর্যকান্তবাবু দাবি করেন, বামফ্রন্ট আমলেই উন্নয়নমূলক সব কাজ হয়েছে। তিনি বলেন, ‘‘রাজ্য জুড়ে যে সব উন্নয়নমূলক কাজ দেখা যাচ্ছে সব হয়েছে বামফ্রন্ট আমলেই। এদের আমলে কিছুই হয়নি।’’
ছবি: সুব্রত জানা।