Advertisement
১৯ মে ২০২৪

কলেজে না এসেই আগাম সই নিয়ে বিতর্ক

কলেজ না এসেই হাজিরা খাতায় সই নিয়ে অভিযোগ ছিল এক শিক্ষকের বিরুদ্ধে। যদিও ওই শিক্ষক তা অস্বীকার করেছিলেন। কিন্তু মঙ্গলবার হাতে নাতে ওই শিক্ষককে ধরার পর উত্তেজনার সৃষ্টি হয় কলেজে।

নিজস্ব সংবাদদাতা
গোঘাট শেষ আপডেট: ১৫ জুন ২০১৬ ০৮:৪৫
Share: Save:

কলেজ না এসেই হাজিরা খাতায় সই নিয়ে অভিযোগ ছিল এক শিক্ষকের বিরুদ্ধে। যদিও ওই শিক্ষক তা অস্বীকার করেছিলেন। কিন্তু মঙ্গলবার হাতে নাতে ওই শিক্ষককে ধরার পর উত্তেজনার সৃষ্টি হয় কলেজে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার হুগলির কামারপুকুর শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যামহাপীঠ কলেজে। অভিযুক্ত শিক্ষক নির্মাল্যকুমার সান্যালের অবশ্য দাবি, ভুল করে তিনি এই কাজ করে ফেলেছেন।

কলেজ সূত্রে খবর, নির্মাল্যবাবু কলেজের দৈনিক হাজিরা খাতায় গত ১০ জুন শেষবার এসে স্বাক্ষর করেছিলেন। তারপর থেকে তিনি আর আসছিলেন না। মঙ্গলবার ফের কলেজে আসেন তিনি। সহশিক্ষকদের অভিযোগ, “মাঝের কয়েক দিন তিনি হয়তো ছুটি নিয়ে থাকতে পারেন। কিন্তু এ দিন কলেজে এসেই হাজিরা খাতায় আগামী ১৬ জুন তারিখেও সই করেন তিনি।’’ তাঁদের আরও অভিযোগ, ওই শিক্ষক আগেও এমন কাণ্ড করেছেন। বিষয়টি নিয়ে অধ্যক্ষ তারকনাথ রায়ের কাছে অভিযোগ জানিয়েছেন তাঁরা।

নির্মাল্যবাবুর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “ভুল করে সই করে দিয়েছিলাম। অধ্যক্ষকে পরে তা জানিয়েছি।” অধ্যক্ষ তারকনাথবাবু বলেন, “বিষয়টি আমার নজরে আনা হলে আগানী ১৬ জুনের ওই স্বাক্ষর কেটে দিয়েছি। ভুল করেই তিনি এই কাণ্ড করে ফেলেন বলে ওই শিক্ষক জানান। ফের যাতে এমন ভুল না হয় সে বিষয়ে তাঁকে যত্নবান হতে বলা হয়েছে।” এ প্রসঙ্গে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবকুমার পাঁজা বলেন, “অগ্রিম স্বাক্ষর করে রাখার বিষয়টা গর্হিত অপরাধ। যে কলেজে এমন ঘটনা ঘটছে অবিলম্বে সেখানকার কর্তৃপক্ষের এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Attandance copy teacher
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE