Advertisement
২৬ এপ্রিল ২০২৪

তিন পঞ্চায়েত সদস্যকে মার

বন্যার ত্রাণ না-মেলায় গোঘাট-১ ব্লকের বালি পঞ্চায়েতে ঢুকে শুক্রবার তিন তৃণমূল সদস্যকে মারধরের অভিযোগ উঠল কয়েক জন গ্রামবাসীর বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা
গোঘাট শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৫ ০১:৫৯
Share: Save:

বন্যার ত্রাণ না-মেলায় গোঘাট-১ ব্লকের বালি পঞ্চায়েতে ঢুকে শুক্রবার তিন তৃণমূল সদস্যকে মারধরের অভিযোগ উঠল কয়েক জন গ্রামবাসীর বিরুদ্ধে। ত্রাণ বণ্টনের পরিমাণ নিয়ে প্রধান এবং ওই সদস্যদের বনিবনা না হওয়ায় ওই দিন ত্রাণ বিলি বন্ধ ছিল। প্রহৃত বিকাশ কাবড়ি, উত্তম বাইরী এবং সুকুমার রানা নামে ওই তিন সদস্যের অভিযোগ, দলীয় প্রধান অশোক রায়ের নেতৃত্বেই তাঁদের উপর হামলা হয়। প্রধান অশোক রায় তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি পাল্টা শনিবার দুপুরে বিডিও-র কাছে ওই তিন জনের বিরুদ্ধে ত্রাণ বণ্টনে অশান্তি পাকানোর অভিযোগ জানিয়েছেন। বিডিও অসিতবরণ ঘোষ বলেন, ‘‘প্রধানের অভিযোগ খতিয়ে দেখে পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’’ পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে। ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সূত্রে খবর, গত বৃহস্পতিবার ত্রাণ হিসেবে ৩০০ ত্রিপল এবং ২৫ বস্তা গোখাদ্য আসে। বিকাশবাবু বলেন, ‘‘ত্রাণ বৈঠক যাতে ভেস্তে না যায় সে জন্য আমি মধ্যস্থতা করে প্রধানকে বলেছিলাম ওই দুই সদস্যকে পঞ্চায়েতের মজুত ত্রিপল থেকে কয়েকটি করে দেওয়া হোক। রাজি হননি। তিনি বাইরে গিয়ে মানুষকে উত্তেজিত করে মার খাওয়ালেন।’’ প্রধানের দাবি, ‘‘তিন সদস্য অশান্তি করায় ত্রাণ বিলি করা যায়নি। ত্রাণ না পেয়ে কিছু মানুষ পঞ্চায়েতে ঝামেলা করেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ghatal panchayat flood goghat south bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE