Advertisement
০২ মে ২০২৪

বেলুড়ে পরিত্যক্ত বাড়ি ভেঙে জখম ৩

একটি পরিত্যক্ত বাড়ি ভেঙে আহত হলেন তিন ব্যক্তি। রবিবার ঘটনাটি ঘটেছে হাওড়ার বেলুড়ে। পুলিশ সূত্রে খবর, জিটি রোডের উপর ওই বাড়িটি ভাঙার কাজ চলছিল। এ দিন হঠাত্ই বিকেল সওয়া ৫টা নাগাদ বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বাড়িটির ভাঙা অংশ। —নিজস্ব চিত্র।

রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বাড়িটির ভাঙা অংশ। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৫ ১৯:৫৬
Share: Save:

একটি পরিত্যক্ত বাড়ি ভেঙে আহত হলেন তিন ব্যক্তি। রবিবার ঘটনাটি ঘটেছে হাওড়ার বেলুড়ে।

পুলিশ সূত্রে খবর, জিটি রোডের উপর ওই বাড়িটি ভাঙার কাজ চলছিল। এ দিন হঠাত্ই বিকেল সওয়া ৫টা নাগাদ বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েন অনেকে। পুলিশ এবং দমকলের সাহায্যে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তিন জন আহতদের মধ্যে রয়েছেন বছর চল্লিশের শিবু দাস। আদতে স্থানীয় ভূতবাগানের বাসিন্দা শিবু নিজেই বাড়িটি ভাঙার কাজে নিযুক্ত ছিলেন। তাঁর মাথায় ও পায়ে চোট লেগেছে।

হাওড়া পুরসভা, দমকল এবং পুলিশ কমিশনারেটের পদস্থ কর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাড়িটির ভাঙা অংশ রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে থাকায় জিটি রোডে প্রবল যানজটের সৃষ্টি হয়েছে। তবে খুব শীঘ্রই পরিস্থিতি আয়ত্বে আনা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

belur home house police administration
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE