Advertisement
১৯ মে ২০২৪

শিক্ষক-হেনস্থা, পদত্যাগের নির্দেশ

প্রধান শিক্ষকের মুখে কাদা দেওয়ার ঘটনায় অভিযুক্ত দলের ছেলেদের বিরুদ্ধে ব্যাবস্থা নিল তৃণমূল। তৃণমূলের হুগলি জেলা সভাপতি তপন দাশগুপ্তর নির্দেশে গোঘাট ব্লক সভাপতি মনোরঞ্জন পাল অভিযুক্তদের অন্যতম গোঘাট পঞ্চায়েতের উপপ্রধান বাপন খাঁকে দলের কোনও কর্মসূচিতে যোগ দিতে পারবেন না বলে লিখিত নির্দেশ পাঠান।

নিজস্ব সংবাদদাতা
গোঘাট শেষ আপডেট: ১৭ জুন ২০১৬ ০৭:৫৩
Share: Save:

প্রধান শিক্ষকের মুখে কাদা দেওয়ার ঘটনায় অভিযুক্ত দলের ছেলেদের বিরুদ্ধে ব্যাবস্থা নিল তৃণমূল। তৃণমূলের হুগলি জেলা সভাপতি তপন দাশগুপ্তর নির্দেশে গোঘাট ব্লক সভাপতি মনোরঞ্জন পাল অভিযুক্তদের অন্যতম গোঘাট পঞ্চায়েতের উপপ্রধান বাপন খাঁকে দলের কোনও কর্মসূচিতে যোগ দিতে পারবেন না বলে লিখিত নির্দেশ পাঠান। ওই নির্দেশে তাঁকে উপপ্রধান পদ থেকেও আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে বলা হয়েছে। বুধবার গোঘাটের দমদমা প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক তথা সিপিএম নেতা সাগর মুর্মুর স্ত্রী বিধানসভা ভোটে জোটের এজেন্ট হয়েছিলেন। এই ‘অপরাধে’ স্কুলে চড়াও হয়ে সাগরবাবুর মুখে-মাথায় কাদা মাখানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। মনোরঞ্জনবাবু বলেন, ‘‘প্রাথমিক তদন্তে বাপন খাঁর নেতৃত্বেই শিক্ষাকেন্দ্রে অরাজকতা হয়েছে বলে জানা গিয়েছে। দলের সিদ্ধান্ত মতো ব্যবস্থা নেওয়া হয়েছে।’’

জেলা সভাপতি তপন দাশগুপ্ত বলেন, ‘‘বিধায়ক মানস মজুমদারকে তদন্ত করে রিপোর্ট পাঠাতে বলেছি। দোষ প্রমাণ সকলকেই দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।’’ বাপন খাঁর দাবি, ‘‘অভিযোগ মিথ্যা। কোনও তদন্ত না করেই সিদ্ধান্ত নিচ্ছে দল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Teacher
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE