Advertisement
E-Paper

ফের তৃণমূলকে বিঁধলেন রাজনাথ

একদিন আগেই উত্তরবঙ্গে পরপর দু’টি সভায় রাজ্যের শাসকদল তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।

নিজস্ব সংবদদাতা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০২:১৯
মঞ্চে রাহুল সিংহর সঙ্গে রাজনাথ সিংহ। ছবি: তাপস ঘোষ।

মঞ্চে রাহুল সিংহর সঙ্গে রাজনাথ সিংহ। ছবি: তাপস ঘোষ।

ফের রাজ্যের শাসকদলকে আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

একদিন আগেই উত্তরবঙ্গে পরপর দু’টি সভায় রাজ্যের শাসকদল তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। যা শুনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশলী প্রতিক্রিয়া ছিল, ‘‘রাজনাথ কীইবা করবেন! ওঁকে যা বলা হচ্ছে, তা-ই বলতে হচ্ছে। না বলে উপায় নেই।’’ কিন্তু রবিবারও চুঁচুড়ার পিপুলপাতির সভায় সেই আক্রমণের ধার কমালেন না রাজনাথ। একই সঙ্গে তাঁর অঙ্গীকার, ‘‘‘মস্তানদের জেলে ভরে বিজেপি রামমোহন-রবীন্দ্রনাথের সোনার বাংলা ফিরিয়ে দেবে। সিন্ডিকেট নয়, যুবকদের হাতে কাজ দেব আমরা।’’

হেলিকপ্টার খারাপ হয়ে যাওয়ার এ দিন কেন্দ্রীয় মন্ত্রী কলকাতা থেকে নির্দিষ্ট সময়ের বহু পরে সড়কপথে চুঁচুড়ায় পৌঁছন। সভার শুরুতেই রাজনাথ বলেন, ‘‘আমি আলিপুরদুয়ারে সভা করেছি। কিন্তু এখনকার মাঠে শ্রোতাদের ভিড় দেখে বুঝছি, বাংলায় হাওয়া বদলাতে চলেছে।’’ তৃণমূলকে বিঁধে তিনি বলেন, ‘‘এখানে লাঠিতন্ত্র চলছে। পঞ্চায়েত নির্বাচনে আমাদের একশোর বেশি সমর্থক খুন হয়েছেন। তাঁদের বলিদান বৃথা যাবে না। এখানে যাঁরা সরকার চালাচ্ছে, তাঁদের হাতে মা-মাটি-মানুষ সুরক্ষিত নয়।’’

এ রাজ্যে অনুপ্রবেশকারীদের শাসকদল সরাসরি মদত দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গ এবং অসমে অনুপ্রেবেশকারী রুখতে কাঁটাতারের বেড়া লাগাতে কেন্দ্রকে জমি না-দেওয়া থেকে শুরু করে সব রকম অসহযোগিতা করা হচ্ছে। কেন্দ্রে এ বার ক্ষমতায় ফিরে এসে দু’তিন বছরের মধ্যে কাঁটাতার লাগানোর কাজ আমরা শেষ করব। কেউ রুখতে পারবে না।’’

Rajnath SIngh Home minister রাজনাথ সিংহ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy