Advertisement
২০ এপ্রিল ২০২৪
West Bengal Lockdown

হাওড়ায় বাড়ল গণ্ডিবদ্ধ এলাকা

শনিবার পর্য‌ন্ত গণ্ডিবদ্ধ এলাকা ছিল ৯০টি। এ দিনই ফের জেলা প্রশাসনের পক্ষ থেকে যে নতুন তালিকা করা হয়েছে, তাতে গণ্ডিবদ্ধ এলাকা হয়েছে ৯১টি।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
উলুবেড়িয়া শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২০ ০২:৫৬
Share: Save:

হাওড়া জেলায় কন্টেনমেন্ট জ়োন (গণ্ডিবদ্ধ এলাকা) বাড়ল।

শনিবার পর্য‌ন্ত গণ্ডিবদ্ধ এলাকা ছিল ৯০টি। এ দিনই ফের জেলা প্রশাসনের পক্ষ থেকে যে নতুন তালিকা করা হয়েছে, তাতে গণ্ডিবদ্ধ এলাকা হয়েছে ৯১টি। আজ, রবিবার থেকে তা কার্যকর হবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।

গত ২০ জুলাই জেলায় গণ্ডিবদ্ধ এলাকা ছিল ৮০টি। ২৭ জুলাই তা বাড়িয়ে করা হয় ৯০। শনিবার যে তালিকা ঘোষণা করা হয়েছে তাতে হাওড়া শহরে গণ্ডিবদ্ধ এলাকা হল ৩১টি। বাকি ৬০টি গ্রামীণ এলাকায়। জেলা প্রশাসনের এক কর্তা জানান, স্বাস্থ্য দফতর থেকে পাওয়া করোনা উপদ্রুত এলাকার বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে গণ্ডিবদ্ধ এলাকার তালিকা তৈরি করা হয়েছে। তাতে কিছু এলাকা বাদ গিয়েছে, কিছু অন্তর্ভুক্ত হয়েছে।

গ্রামীণ এলাকার প্রতিটি ব্লকে গণ্ডিবদ্ধ এলাকা থাকলেও উলুবেড়িয়া পুর এলাকায় বর্তমানে কোনও গণ্ডিবদ্ধ এলাকা নেই। পুর এলাকায় সংক্রমণের হার কমছে বলে জেলা স্বাস্থ্য দফতরের দাবি। এরই মধ্যে পুর এলাকার বাউড়িয়ায় শুক্রবার একটি ‘সেফ হোম’ চালু করা হয়েছে। এতে ৫০টি শয্যা আছে। শনিবার পর্যন্ত ‘সেফ হোমে’ কাউকে রাখতে
হয়নি। পুর-প্রশাসক অভয় দাস জানান, জরুরি প্রয়োজনের জন্যই আগাম প্রস্তুতি হিসাবে সেফ হোমটি করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE