কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনুমতি না নিয়ে ক্যাম্পাসের গাছ কাটার অভিযোগ দায়ের করল বনদফতর। ঘটনাটি ৩১ অগস্টের। উলুবেড়িয়ার রেঞ্জার অমরেন্দ্রনাথ চক্রবর্তী বাগনান থানায় অভিযোগ দায়ের করেছেন। অধ্যক্ষ বাদলকুমার মাইতির দাবি, ঝ়়ড়ে ওই দু’টি গাছ বিদ্যুতের তারে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পরীক্ষার সময় ছাত্রছাত্রীদের সমস্যা হচ্ছিল। কলেজ পরিচালন সমিতির সঙ্গে কথা বলেই গাছ দু’টি কাটা হয়েছে। বাগনান ১ ব্লকের বিড়িও ইন্দ্রানী ভট্টাচার্যকেও মৌখিক ভাবে জানানো হয়েছিল।’’