Advertisement
২১ মে ২০২৪

খেলার টুকরো খবর

শ্যামপুর প্রহবর্তনী পরিষদ অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় সম্প্রতি শেষ হল শ্যমপুর আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতা। স্থানীয় আটটি স্কুল প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। ফাইনালে ওঠে শ্যামপুর হাইস্কুল ও দেওড়া হাইস্কুল। ম্যাচে ৪-২ গোলে শ্যামপুরের কাছে হার স্বীকার করে দেওড়া হাইস্কুল। শ্যামপুর হাইস্কুলের হয়ে তিনটি গোল করে গোল করেন গোপাল ভাঙি, এবং একটি গোল করে বীরেন্দ্রনাথ দাস।

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৪ ০২:২৮
Share: Save:

শ্যামপুরে আন্তঃস্কুল ফুটবল

শ্যামপুর প্রহবর্তনী পরিষদ অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় সম্প্রতি শেষ হল শ্যমপুর আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতা। স্থানীয় আটটি স্কুল প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। ফাইনালে ওঠে শ্যামপুর হাইস্কুল ও দেওড়া হাইস্কুল। ম্যাচে ৪-২ গোলে শ্যামপুরের কাছে হার স্বীকার করে দেওড়া হাইস্কুল। শ্যামপুর হাইস্কুলের হয়ে তিনটি গোল করে গোল করেন গোপাল ভাঙি, এবং একটি গোল করে বীরেন্দ্রনাথ দাস। দেওড়া হাইস্কুলের পক্ষে দু’টি গোল করে রাজু ঘোষ ও সাধন মাইতি। তিন ম্যাচে ৪টি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন গোপাল ভাঙি। ফাইনালে মাঠে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় গোলরক্ষক ভাস্কর গাঙ্গুলি।

চ্যাম্পিয়ন মাকড়দহ ইউনাইটেড

পার্বতীপুর মিলন সঙ্ঘের ৭৫ বছর পূর্তি উৎসবের অঙ্গ হিসেবে আয়োজিত হল আটদলীয় ফুটবল প্রতিযোগিতা। ১০ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা শেষ হয় ২৮ ডিসেম্বর। ফাইনালে মুখোমুখি হয়েছিল গড়লগাছা স্পোর্টিং ক্লাব ও মাকড়দহ ইউনাইটেড কোচিং সেন্টার। গড়লগাছাকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মাকড়দহ ইউনাইটেড। খেলাগুলি হয় ঠাকুরদাস স্কুল মাঠে। খেলার দিনগুলিতে দর্শকের উপস্থিতি ছিল বেশ ভাল।

চ্যাম্পিয়ন টিকিয়াপাড়া হেভ্ন ওয়ারেস

বাউড়িয়ার মধুশ্রী স্পোর্টিং ক্লাবের বাৎসরিক ক্রীড়ার অঙ্গ হিসেবে আয়োজিত চার দলের ক্রিকেটে চ্যাম্পিয়ন হল টিকিয়াপাড়া হেভ্ন ওয়ারেস। সোমবার ওই প্রতিযোগিতা শুরু হয়। এ দিনই ক্রিকেটের ফাইনালে টিকিয়াপাড়া বাউড়িয়া ফ্রেন্ডস একাদশকে সাত রানে হারায়। টিকিয়াপাড়া প্রথমে নেমে ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৬ রান তোলে। বাউড়িয়া ৬ ওভারে সব উইকেট হারিয়ে তোলে ৮৯ রান। ম্যান অব দ্য ম্যাচ হন টিকিয়াপাড়ার মহম্মদ ওয়াসিম। তিনি ৫০ রান করেন। মঙ্গলবার ছিল ৮ দলের ফুটবল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনালে উঠেছে বিড়লাপুর সূর্য সঙ্ঘ, রঘুদেববাটি মিতালি সঙ্ঘ, আন্দুল মুনস্টার ক্লাব এবং ঝোড়হাট সেভেন স্টার ক্লাব।

স্মৃতি ফুটবল

মহুরম হাজি সোলেমান মোল্লা ও মহুরম মোস্তাক আলি মোল্লা স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা। ৩১ ডিসেম্বর, বুধবার, দুপুর ২টো। স্থান: পিএজে ক্লাব মাঠ। আয়োজক: পিএজে ক্লাব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

south bengal hgly khela
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE