Advertisement
E-Paper

টুকরো খবর

হুগলি জেলার গ্রামীণ এলাকায় বিদ্যুদয়নের কাজ ৯৮ শতাংশ শেষ হয়ে গিয়েছে বলে দাবি করলেন রাজ্যের বিদ্যুত্‌মন্ত্রী মনীশ গুপ্ত। বুধবার এই জেলায় বিদ্যুত্‌ পরিষেবার হাল-হকিকত নিয়ে একটি বৈঠক হয়। হুগলি জেলা পরিষদে ওই বৈঠকে যোগ দেন বিদ্যুত্‌মন্ত্রী।

শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৪ ০১:২৬

কয়লার সমস্যা মিটলেই বলাগড়ে বিদ্যুত্‌কেন্দ্র, মন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া

হুগলি জেলার গ্রামীণ এলাকায় বিদ্যুদয়নের কাজ ৯৮ শতাংশ শেষ হয়ে গিয়েছে বলে দাবি করলেন রাজ্যের বিদ্যুত্‌মন্ত্রী মনীশ গুপ্ত। বুধবার এই জেলায় বিদ্যুত্‌ পরিষেবার হাল-হকিকত নিয়ে একটি বৈঠক হয়। হুগলি জেলা পরিষদে ওই বৈঠকে যোগ দেন বিদ্যুত্‌মন্ত্রী। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না, পরিষদীয় সচিব তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, জেলাশাসক মনমীত নন্দা, জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমান-সহ অন্যরা। বৈঠক সেরে মনীশবাবু বলেন, “এই জেলায় বিদুত্‌ নিয়ে কী কাজ হয়েছে, কী হয়নি তা নিয়েই আলোচনা হল। গ্রামীণ বিদ্যুদয়নের কাজ ৯৮% হয়ে গিয়েছে। বাকী কাজ দ্রুত শেষ করা হবে।” তাঁর সংযোজন, “এখন রাজ্যে বিদ্যুত্‌ ঘাটতি নেই। দিনে ৩৫০-৪০০ মেগাওয়াট বিদ্যুত্‌ উদ্বৃত্ত হচ্ছে।” মন্ত্রী বলেন, “বলাগড়ে তাপবিদ্যুত্‌ কেন্দ্র গড়তে শুধু কয়লা যোগানের সমস্যা রয়েছে। সেই সমস্যা মিটলেই ওখানে তাপবিদ্যুত্‌ কেন্দ্র তৈরির কাজ আরম্ভ হয়ে যাবে।”

বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু চণ্ডীতলায়
নিজস্ব সংবাদদাতা • চণ্ডীতলা

ছয় দিন ধরে নিখোঁজ এক বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বাড়ির অদূরে একটি গাছের ডালে দেহটি ঝুলছিল। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির চণ্ডীতলার বরিজহাটি গ্রামে। মৃতার নাম সবিতা হাজরা (৬২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সবিতাদেবীর স্বামী বিদ্যুত্‌বাবু স্কুল শিক্ষক। গত বৃহস্পতিবার থেকে সবিতাদেবীর খোঁজ মিলছিল না। এ ব্যাপারে ওই দিন চণ্ডীতলা থানায় নিখোঁজ সংক্রান্ত ডায়েরিও করেন বিদ্যুত্‌বাবু। এ দিন সকালে গ্রামবাসীরা একটি ঝোপে গাছের ডালে তাঁর দেহ ঝুলতে থাকেন। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে চণ্ডীতলা থানার পুলিশ দেহটি উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠায় ময়না-তদন্তের জন্য। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই মহিলা আত্মঘাতী হয়ে থাকতে পারেন।

বাজ পড়ে মৃত্যু দুই মহিলার
নিজস্ব সংবাদদাতা • চণ্ডীতলা

খেতে কাজ করার সময় বাজ পড়ে একই পরিবারের দুই মহিলার মৃত্যু হল। আহত হয়েছেন তিন জন। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে হুগলির চণ্ডীতলার পাঁচঘড়ায়। পুলিশ জানায়, মৃতাদের নাম ললিতা (৪১) এবং শিখা দলুই (৩৫)। তাঁরা সম্পর্কে জা। দু’জনেই খেতমজুরের কাজ করতেন। পুলিশ জানায়, এ দিন বাড়ির কাছেই খেতে ধান চাষ করছিলেন বেশ কয়েক জন। দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রবল বৃষ্টি শুরু হয়। তার কিছুক্ষণ পরেই ওই ঘটনা। আহতদের উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিত্‌সকেরা জানিয়েছেন। মৃতদেহ দু’টি শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠানো হয়েছে ময়না-তদন্তের জন্য।

স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া

বন্ধ কারখানা খোলা, কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধি সহ চার দফা দাবিতে হাওড়া জেলা আইএনটিইউসি-র তরফে স্মারকলিপি দেওয়া হল শ্রমমন্ত্রী মলয় ঘটকের কাছে। বুধবার দুপুরে কংগ্রেস বিধায়ক অসিত মিত্র, জেলা আইএনটিইউসি-র সভাপতি রবীন্দ্রনাথ মণ্ডল , যুব কংগ্রেস নেতা শুভ্রজ্যোতি দাস সহ কংগ্রেসের একটি প্রতিনিধি দল শ্রমদফতরে গিয়ে শ্রমমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং স্মারকলিপি দেন। তাঁদের দাবি, চলতি মাসেই হাওড়ায় দুটি কারখানা বন্ধ হয়েছে। ছ’শোর বেশি শ্রমিক বেকার হয়েছেন। অসিত মিত্র বলেন, “আমরা শ্রমমন্ত্রীর কাছে দাবি করেছি, এই কারখানাগুলো খোলার ব্যাপারে সরকার দ্রুত ব্যবস্থা নিক।”

southbengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy