বেহাল অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে আধুনিক করার প্রকল্প ‘শিশু আলয়’-এর উদ্বোধন হল ডোমজুড়ে। কেন্দ্র সরকার এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে গৃহীত এই প্রকল্পে সারা রাজ্যে এক হাজারটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে শিশু আলয়ে রূপান্তরিত করা হবে। এর মধ্যে হাওড়ার ৫০টি কেন্দ্র রয়েছে। শুক্রবার ডোমজুড়ের রুদ্রপুর পান্থশালা অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংলগ্ন মাঠে রাজ্যব্যাপী প্রকল্পটির উদ্বোধন করেন নারী, শিশু বিকাশ ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। উপস্থিত ছিলেন কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়, সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, কারামন্ত্রী হায়দর আজিজ সফি, জেলা পুলিশ প্রশাসন এবং ইউনিসেফের কর্তারা। কারামন্ত্রী শশী পাঁজাকে অনুরোধ করে বলেন, ‘‘সংশোধনাগারের মধ্যে সাজাপ্রাপ্ত অনেক মহিলা আসামীদের সঙ্গে শিশু থাকে। সেই শিশুদের সঠিক দেখভালের জন্য সেখানেও শিশু আলয় তৈরি করা হোক।’’ শশী পাঁজা বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।