কলকাতা বিশ্ববিদ্যালয় স্পোর্টস বোর্ড আয়োজিত আন্তঃ কলেজ সাঁতার চ্যাম্পিয়নশিপে ছাত্রদের বিভাগে চ্যাম্পিয়ন হল হুগলির শ্রীরামপুর কলেজ। গত ২৭ এবং ২৮ অগস্ট কলকাতার কলেজ স্কোয়্যার সুইমিং পুলে ওই প্রতিযোগিতা হয়। মোট ২২টি কলেজের ১০০ জন ছাত্র এবং ৫০ জন ছাত্রী অংশগ্রহণ করেন।
ছাত্রদের বিভাগে শ্রীরামপুর কলেজ ১১টি স্বর্ণপদক এবং ১টি ব্রোঞ্জ পদক জেতে। তাদের সংগ্রিহীত মোট পয়েন্ট ৫৫। রানার্স হয় এসএস জয়পুরিয়া কলেজ। তারা ২৩ পয়েন্ট পায়। শ্রীরামপুর কলেজের ক্রীড়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রণব পাল জানান, এই কলেজের শুভঙ্কর দাস পাঁচটি (১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটার, ৮০০ মিটার এবং ১৫০০ মিটার ফ্রিস্টাইল) ইভেন্টে সোনা পান। নীলাদ্রি দত্ত এবং তুহিনকুমার কুণ্ডু দু’জনের ঝুলিতেই তিনটি করে স্বর্ণপদক। ৫০ মিটার, ১০০ মিটার এবং ১৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক ইভেন্টে সেরা নীলাদ্রি। ৫০ মিটার, ১০০ মিটার এবং ২০০ মিটার ব্যাক স্ট্রোক ইভেন্টে সোনা পান তুহিন। ছাত্রীদের দলগত চ্যাম্পিয়ন বিদ্যাসাগর কলেজের দিবা বিভাগ। ওই কলেজের মেয়েরা ১২ পয়েন্ট পান। ১০ পয়েন্ট পেয়ে রানার্স হয়েছে ভিক্টোরিয়া কলেজ।