দু’দিনে আরামবাগ এবং বাঁকুড়ায় সর্পদষ্ট হয়ে মৃত্যু হল একটি শিশু-সহ দু’জনের। সোমবার সন্ধ্যায় আরামবাগের মধুরপুরে সর্পদষ্ট হয়ে মৃত্যু হয় লক্ষ্মী মালিক (৪৫) নামে এক মহিলার। পুলিশ জানায়, অন্ধকারে নিজের ঘরের মেঝেতেই তাঁকে সাপে ছোবল মারে। অন্য দিকে, মঙ্গলবার সকালে বাঁকুড়ার জয়পুর থানার শুকজোড়া গ্রামের বাসিন্দা ঝিলিক মালিক (৬) নামে শিশুটি বাড়ির উঠোনে খেলার সময় সর্পদষ্ট হয়। তাকে আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। দু’টি দেহই ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে।