স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে তাঁর স্বামীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে লিলুয়ার চকপাড়া এলাকায়। পুলিশ জানায়, মৃতার নাম মিঠু রায় (৩৩)। স্বামীর নাম প্রেমানন্দ রায়। তাঁদের ন’বছরের মেয়ের বয়ান থেকে পুলিশ জেনেছে, ওই রাতে প্রেমানন্দ স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে মারার চেষ্টা করে। মিঠু লুটিয়ে পড়তেই সে পালায়। ছোট্ট মেয়েটি ওই অবস্থাতেই মাকে গরম দুধ খাওয়ানোর চেষ্টা করে। কিন্তু তাতেও কিছু না-হওয়ায় পাড়ার লোকজন ওই গৃহবধূকে হাসাপাতালে নিয়ে যান। সেখানে মিঠুকে মৃত ঘোষণা করা হয়।