Advertisement
E-Paper

হাফ ডজন গল্প

ওঁরা কেউ মুদি-দোকানি, কেউ মাছ বিক্রেতা, কেউ ফুটপাথের হকার, কেউ সব্জি বিক্রি করেন। নোট-কাণ্ডের ধাক্কা লেগেছে ওঁদের সবার গায়ে। প্রধানমন্ত্রীর ঘোষণার সাত দিন পরে, ১৫ নভেম্বর আনন্দবাজার ওই ছয় মাঝারি ও ছোট ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছিল। নোট-কাণ্ডের এক মাসের মাথায় আনন্দবাজার ফের গিয়েছিল ওঁদের কাছে। ৫০ দিন পরে আবার আনন্দবাজার ওঁদের কাছে গেল।ওঁরা কেউ মুদি-দোকানি, কেউ মাছ বিক্রেতা, কেউ ফুটপাথের হকার, কেউ সব্জি বিক্রি করেন। নোট-কাণ্ডের ধাক্কা লেগেছে ওঁদের সবার গায়ে। প্রধানমন্ত্রীর ঘোষণার সাত দিন পরে, ১৫ নভেম্বর আনন্দবাজার ওই ছয় মাঝারি ও ছোট ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছিল। নোট-কাণ্ডের এক মাসের মাথায় আনন্দবাজার ফের গিয়েছিল ওঁদের কাছে। ৫০ দিন পরে আবার আনন্দবাজার ওঁদের কাছে গেল।

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৬ ০৩:১৩
“বিক্রি হচ্ছে না। পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বেচা-কেনা  তলানিতে এসে ঠেকেছে। দোকান না খুললে ব্যবসা বন্ধ<br>
হয়ে যাবে, তাই রোজ দোকান খুলতে হচ্ছে।” —মহম্মদ নাজির আনসারি। ফল বিক্রেতা, চাঁদনী চক। • ৬,০০০  • ২,৫০০ • ৩,০০০  • ১,০০০

“বিক্রি হচ্ছে না। পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বেচা-কেনা তলানিতে এসে ঠেকেছে। দোকান না খুললে ব্যবসা বন্ধ<br> হয়ে যাবে, তাই রোজ দোকান খুলতে হচ্ছে।” —মহম্মদ নাজির আনসারি। ফল বিক্রেতা, চাঁদনী চক। • ৬,০০০ • ২,৫০০ • ৩,০০০ • ১,০০০

দিনের ব্যবসা (টাকা)

• ৮ নভেম্বরের আগে • ১৫ নভেম্বর • ৭ ডিসেম্বর • ২৯ ডিসেম্বর

সঙ্কলন: দেবাশিস দাশ

Demonetisation Local Business
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy