Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Barjora

জমি-জট কাটাতে নির্দেশ

বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকে উঠল শিল্পের কথাও।

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
বাঁকুড়া শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৪:০৬
Share: Save:

বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকে উঠল শিল্পের কথাও। তিনি বড়জোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল পোড়েলের কাছে জানতে চান, সেখানে শিল্পাঞ্চলের জমি নিয়ে সমস্যা হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বড়জোড়ায় বিধায়ক সিপিএমের, সাংসদ বিজেপির। তাতে আমার কিছু যায় আসে না। প্রশাসনটা আমরাই চালাব। জমি নিয়ে, প্রকল্প নিয়ে সমস্যা হবে কেন? জেলাশাসক নিজে এগুলো দেখবেন। আর যদি কেউ কোনও সমস্যা তৈরি করে, তবে তা আমাকে জানাবেন। জেলাশাসককে এই দায়িত্ব দিয়ে যাচ্ছি।’’

ঘটনা হল, বাঁকুড়ায় যে ক’টি শিল্পতালুক রয়েছে, তার মধ্যে বড়জোড়াতে কলকারখানার সংখ্যা কিছুটা বেশি। তাই মুখ্যমন্ত্রী বরাবর বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে এলে বড়জোড়া সম্পর্কে বিশেষ ভাবে খোঁজ নেন। জেলা প্রশাসনের একটি সূত্রে খবর, গেল (গ্যাস অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড) গ্যাসের পাইপলাইন পাতার জন্য বড়জোড়ায় ১.৬ কিলোমিটার জমি চেয়েছে। তার মধ্যে বড়জোড়া ব্লকের ১৭টি মৌজা রয়েছে। তবে একটি মাত্র মৌজা বাদে বাকি সমস্ত মৌজাতে জমি পেতে নানা সমস্যা রয়েছে। সে কারণে এই প্রকল্পটি এগোতে পারছে না।

এ ছাড়া, চুনপোড়া এলাকায় ট্রান্স- দামোদর কোলিয়ারিতেও জমি-জট রয়েছে। এই দু’টি বিষয় নিয়েই মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন বলে মনে করছেন জেলা আধিকারিকেরা। জেলা প্রশাসনের এক কর্তা বলেন, ‘‘দু’টি প্রকল্পেই জমি-জট কাটাতে আমরা স্থানীয়দের সঙ্গে আলোচনা চালাচ্ছি।’’ বড়জোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কাজলবাবু পরে বলেন, ‘‘শিল্পের পথে বাধার মতো কোনও সমস্যা নজরে এলে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Barjora Industry Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE