Advertisement
০৮ মে ২০২৪

যাদবপুরে ভর্তি-জট গেল ভর্তি কমিটিতে

কেটেও কাটছে না ছাত্র-ভর্তির জট। মুশকিল আসানের জন্য সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি বৈঠকে বসেছিল।

যাদবপুর বিশ্ববিদ্যালয়। —ফাইল চিত্র।

যাদবপুর বিশ্ববিদ্যালয়। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৯ ০৪:৪৬
Share: Save:

কেটেও কাটছে না ছাত্র-ভর্তির জট। মুশকিল আসানের জন্য সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি বৈঠকে বসেছিল। মূলত যে-দু’টি বিষয় নিয়ে জটিলতা, সেই ইংরেজি ও তুলনামূলক সাহিত্য বিভাগকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলা হয়েছে।

তদন্ত কমিটির সুপারিশ ছিল, স্নাতক কলা বিভাগে প্রবেশিকা এবং স্কুল স্তরের সর্বশেষ পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে ভর্তি নেওয়া হোক। কিন্তু ইংরেজি ও তুলনামূলক সাহিত্য বিভাগ শুধু প্রবেশিকার ভিত্তিতে ভর্তি নিতে চায়। তাদের সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছে কর্মসমিতি। অর্থাৎ শুধু প্রবেশিকার ভিত্তিতে ভর্তি নয়। ভর্তির পুরো বিষয়টি কলা বিভাগের ভর্তি কমিটির কাছে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।

চলতি মাসের গোড়ার দিকে কলা বিভাগের ভর্তি কমিটি সিদ্ধান্ত নেয়, এ বারেও ভর্তি হবে গত বারের নিয়মে। তার পরেই ইংরেজি আর তুলনামূলক সাহিত্যের ভর্তি প্রক্রিয়া নিয়ে বিতর্ক শুরু হয়। গত বছরের প্রবেশিকা ঘিরে বিতর্কের জেরে তৈরি তদন্ত কমিটি সুপারিশ করেছে, ভর্তি-পরীক্ষা নেওয়া হলে মেধা-তালিকা তৈরির ক্ষেত্রে ৫০ শতাংশ সেই পরীক্ষা থেকে নেওয়া হোক এবং বাকি ৫০% নেওয়া হোক স্কুল স্তরের সর্বশেষ পরীক্ষায় প্রাপ্ত নম্বর থেকে। কিন্তু স্থির হয়, ভর্তিতে গত বছরের নিয়মই অনুসরণ করা হবে। সে-ক্ষেত্রে ইংরেজি আর তুলনামূলক সাহিত্যে ভর্তি নেওয়া হবে শুধু প্রবেশিকা পরীক্ষার নম্বরের ভিত্তিতে। এই সিদ্ধান্তের পরে উপাচার্য সুরঞ্জন দাস কলা বিভাগের ডিন এবং ইংরেজি ও তুলনামূলক সাহিত্যের শিক্ষকদের ডেকে কথা বলেন।

এ দিন কর্মসমিতির বৈঠকে ফের বিবেচনা করার কথা বলা হয়েছে ইংরেজি ও তুলনামূলক সাহিত্য বিভাগকে। বৈঠকের পরে রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বলেন, ‘‘অন্যান্য বিভাগ যে-ভাবে প্রবেশিকা থেকে ৫০ শতাংশ এবং স্কুলের সর্বশেষ পরীক্ষায় প্রাপ্ত নম্বর থেকে ৫০ শতাংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, ইংরেজি এবং তুলনামূলক সাহিত্য বিভাগকে সেই নীতি অনুসরণের কথাই বলা হয়েছে।’’ রেজিস্ট্রার জানান, ভর্তি প্রক্রিয়া সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে ভর্তি কমিটিরই। তাই বিষয়টিকে আবার কলা বিভাগের ভর্তি কমিটিতে ফেরানো হয়েছে।

এ দিকে, সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সেন্টার ও স্কুল পরিচালিত পাঠ্যক্রমে অর্থের বিনিময়ে ফল প্রকাশের অভিযোগ উঠেছে। বিষয়টিতে জড়িয়ে গিয়েছে পরীক্ষা নিয়ামক বিভাগের নাম। রেজিস্ট্রার এ দিন জানান, কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পরীক্ষা নিয়ামক সাত্যকি ভট্টাচার্যকে আপাতত ছুটিতে যেতে বলা হবে। অভিযোগ খতিয়ে দেখতে এ দিন একটি কমিটি তৈরি গড়া হয়েছে। সেই কমিটিতে থাকবেন প্রাক্তন বিচারপতি প্রণব চট্টোপাধ্যায়, গ্রিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষ ও অর্থনীতি বিভাগের অধ্যাপক অজিতাভ রায়চৌধুরী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jadavpur University Admission Admission Committee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE