স্ববিরোধ নাকি কৌশল? মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় সরকারের শপথ অনুষ্ঠানে যোগদান নিয়ে বিজেপি-র দু’রকম অবস্থানে এই প্রশ্নই উঠে গেল।
বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বুধবার জানান, শাসক দলের লাগাতার হিংসাত্মক আক্রমণের প্রতিবাদে তাঁরা কাল, শুক্রবার নতুন সরকারের শপথ অনুষ্ঠান বয়কট করবেন। শপথ চলাকালীন বেলা ১টা থেকে বিকেল ৪টে জেলায় জেলায় এসপি বা এসডিও দফতরে বিক্ষোভ হবে। কলকাতায় বিক্ষোভ হবে ডিসি-দের দফতরে। অথচ এ দিনই বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দিল্লিতে বলেন, ‘‘অরুণ জেটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ অনুষ্ঠানে হাজির থাকবেন। দল ও সরকার উভয়ের পক্ষ থেকেই তিনি প্রতিনিধিত্ব করবেন।’’ জেটলিকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি অবশ্য বলেন, ‘‘এই বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।’’
অমিতের সঙ্গে দিলীপের এই মতপার্থক্যকেই অনেকে স্ববিরোধ হিসাবে দেখছেন। এ নিয়ে প্রশ্নের জবাবে দিলীপবাবু অবশ্য বলেন, ‘‘বয়কটের সিদ্ধান্ত আমরা কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছি। এই সিদ্ধান্তে আমরা অনড়। এখন
তাঁরা ঠিক করবেন, আমাদের পাশে থাকবেন, নাকি রাজ্য সরকারের পাশে!’’ দিলীপবাবুর আরও বক্তব্য, ‘‘কেন্দ্রীয় নেতারা বাংলায় রাজনীতি করছেন না। আমরাই রাস্তায় আছি, মার খাচ্ছি। এখানে অস্তিত্বের লড়াই। শাসকের মারের মোকাবিলা করে সংগঠন মজবুত করার দায়িত্ব
আমার কাঁধে। এখানে দলটাকে কংগ্রেস হতে দেব না। সুতরাং, শপথ বয়কট হবেই।’’