যাদবপুরের প্রাক্তনী ও প্রাক্তন উপাচার্য অশোকনাথ বসু বলেন, “অন্যায় যে-ই করুক, তার শাস্তি হওয়া দরকার। এক জন ছাত্রী লাঞ্ছিত হয়েছেন। তার তদন্ত হবে না? সরকার ও রাজ্যপালকে অনুরোধ, তদন্ত করে শাস্তি দিয়ে এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করুন।” যাদবপুরের আর এক প্রাক্তন উপাচার্য শঙ্কর সেন ওই বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক অবস্থা ফেরাতে রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছেন। ছাত্র-শিক্ষকের সম্পর্ক যে বন্ধুর মতো, সেই বিষয়ে তাঁর অভিজ্ঞতার কথা জানিয়ে রাজ্যপালকে দ্রুত বিষয়টির নিষ্পত্তি করার আর্জি জানিয়েছেন শঙ্করবাবু।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আনন্দদেব মুখোপাধ্যায়, রবীন্দ্রভারতীর প্রাক্তন উপাচার্য শুভঙ্কর চক্রবর্তী আগাগোড়াই ছিলেন মিছিলের পুরোভাগে। মিছিলে থাকা এক শিক্ষক বলেন, “অস্থায়ী উপাচার্য চাই না। এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চাই।” অন্য এক শিক্ষকের কথায়, “ছাত্রদের পথই আমাদের পথ। উপাচার্যের পদত্যাগ চাই।” আনন্দদেববাবু যাদবপুরেরই প্রাক্তনী। তিনি বলেন, “১৯৬৮ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম ঘেরাও হয়। সারা রাত ঘেরাও চলে। ছিলেন বুদ্ধদেব বসু, সুবোধ সেনগুপ্তের মতো মানুষজন। সকালে ঘেরাও ওঠে। কিন্তু কেউ পুলিশ ডাকেনি।”
ওয়েবকুটার তরফে যাদবপুরের অস্থায়ী উপচার্যের কাছে নির্দিষ্ট একটি বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা হয়েছে। ওই শিক্ষক সংগঠন চায়, অভিজিৎবাবু এখনই পদত্যাগ করুন। স্থায়ী উপাচার্যের বাছাই তালিকায় তাঁর নাম যাতে না-থাকে, সেটাও তিনিই জানিয়ে দিন রাজ্য সরকারকে।
শনিবার কলকাতায় ছাত্রছাত্রীদের বিশাল মিছিল, দিল্লির মিছিল, এ দিনের শিক্ষক মিছিল, বেঙ্গালুরুতে প্রাক্তনীদের মিছিলের পরে আন্দোলনে যে গতি আসবে, এ দিন পড়ুয়াদের কথাতেই সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। আন্দোলনে ছাত্রছাত্রীদের কত শতাংশের সমর্থন রয়েছে, তা যাচাই করতে যাদবপুর ক্যাম্পাসে সোমবার থেকে সই সংগ্রহে নামছেন আন্দোলনকারীরা। পরবর্তী কমর্সূচি নিয়ে সাধারণ সভাও করবেন তাঁরা।
এই পরিস্থিতিতে চাপ বাড়াচ্ছে বিজেপি-ও। যাদবপুর কাণ্ড নিয়ে তাঁরা জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ হচ্ছেন বলে এ দিন জানিয়েছেন বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি। মহাজাতি সদনে দলীয় কর্মসূচির অবসরে মীনাক্ষী বলেন, “ছাত্রীর শ্লীলতাহানি, তার প্রকৃত তদন্তের দাবিতে ছাত্রছাত্রীদের আন্দোলন এবং প্রতিবাদীদের দমনের চেষ্টা এই তিনটি ঘটনা এক সূত্রে গাঁথা। তাই আমি এ বিষয়ে জাতীয় মহিলা কমিশনকে চিঠি দেব।” আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় জানান, যাদবপুরের আন্দোলনকারীদের সমর্থন জানাতে সোমবার তাঁর যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু ছাত্র আন্দোলনে রাজনীতির রং লাগাতে চান না বলে তিনি সেখানে না-গিয়ে দূর থেকে ওই লড়াইকে সমর্থন করছেন। বাবুল ফেসবুকে লিখেছেন, ‘গণতন্ত্রপ্রিয় মানুষ হিসেবে ওই ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে চেয়েছিলাম। কিন্তু পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে আমি ওখানে গেলে মনে হবে রাজনৈতিক উদ্দেশ্যে গেলাম। তাই যাচ্ছি না’।
যাদবপুরের প্রতিবাদ মিছিলে ‘এক বৃন্তের দু’টি ফুল, সিপিএম আর তৃণমূল/আলিমুদ্দিন শুকিয়ে কাঠ, শত্রু এখন কালীঘাট’ জাতীয় স্লোগান প্রায়ই শোনা যাচ্ছে। তা সত্ত্বেও যাদবপুরের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের পক্ষেই সওয়াল করে এ দিন বিবৃতি দিয়েছেন সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সভাপতি ভি শিবদাসন। ক্যাম্পাসের ভিতরে-বাইরে ঐক্যবদ্ধ লড়াইয়ের কথা বলেছেন তাঁরা। বহাল রেখেছেন উপাচার্যের পদত্যাগ, শ্লীলতাহানির অভিযোগের যথাযথ তদন্তের দাবিও।