কোন দিন দেখা যাবে এই রাজ্য সরকার ৩৬৫ দিন ছুটি ঘোষণা করে দিয়েছে— ‘দুয়ারে দুয়ারে সরকার’ প্রকল্প নিয়ে প্রতিক্রিয়ায় এই মন্তব্য করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। উত্তরবঙ্গ থেকে ফেরার পথে মালদহ স্টেশনে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলার সময় তাঁর আরও কটাক্ষ, ‘‘এই সরকার রোজই কিছু না কিছু ঘোষণা করে। আর বিজ্ঞাপন দেয়।’’
ধনখড়ের মুখে সরকারের ৩৬৫ দিন ছুটিতে চলে যাওয়া সংক্রান্ত কটাক্ষকে অবশ্য রাজনৈতিক মহল অর্থবহ বলে মনে করছে। ভোটের মুখে তিনি এই ‘পরিহাস’ কেন করলেন জল্পনা চলছে তা নিয়েও।
এদিকে রাজ্য ব্যাপী সরকারের এই বড় প্রকল্প শুরুর দিনেই স্বয়ং রাজ্যপালের এই কটাক্ষে ক্ষুব্ধ শাসকদল তৃণমূল। দলের নেতা তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘নিজের সাংবিধানিক দায়িত্ব ভুলে সহযোগিতার বদলে রাজ্য সরকারের সঙ্গে অসহযোগিতা করছেন। তবে তাতে সরকারের কোনও কাজ থমকে থাকবে না।’’