দার্জিলিঙের সেন্ট পলস আবাসিক স্কুলের প্রশাসক তথা ‘চ্যাপলিন’ রেভারেন্ড জয় হালদারের আগাম জামিনের আবেদন নাকচ করে দিল কলকাতা হাইকোর্ট। সোমবার হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি দেবীপ্রসাদ দে-র ডিভিশন বেঞ্চ আবেদন নাকচ করে।
পুলিশ জানায়, পাহাড়ের বিভিন্ন স্কুলে বাংলা ভাষাকে আবশ্যিক করা হবে— এই আশঙ্কায় ও তার প্রতিবাদে গোর্খা জনমুক্তি মোর্চা গত ২৭ এপ্রিল ভানুভবনে এক অনুষ্ঠানের আয়োজন করেন। অভিযোগ, ওই অনুষ্ঠানে জাতি বিদ্বেষমূলক বক্তব্য পেশ করেন ওই প্রশাসক।
জয় হালদারের আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় আগাম জামিনের আবেদন জানিয়ে আদালতে বলেন, তাঁর মক্কেল শিক্ষাকর্মী। তিনি ভানুভবনের অনুষ্ঠানটিতে যোগ দিয়েছিলেন। কিন্তু সেখানে জাতি-বিদ্বেষমূলক বক্তব্য তিনি পেশ করেছেন, এমন প্রমাণ পুলিশ কোর্টে দিতে পারেনি।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে জানান, পাহাড়ের পরিস্থিতি এমনই যে, দার্জিলিঙে প্রশাসন কাজ করতে পারছে না। ভানুভবনের অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি যে ধরনের বক্তব্য পেশ করেন, তা তৃণমূল স্তরে রাজ্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে সাহায্য করেছে। দু’পক্ষের বক্তব্য শুনে ডিভিশন বেঞ্চ আগাম জামিনের আবেদন নাকচ করে দেয়। এই ঘটনায় উদ্বিগ্ন মোর্চার অনেক নেতা। দলের কেন্দ্রীয় কমিটির কয়েক জন জানান, তাঁরা বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন।