Advertisement
১৯ এপ্রিল ২০২৪

গ্রামের বাড়িতে পুলিশ, অনুশীলনে শামি

দেওধর ট্রফি চলাকালীন শামির বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রচারমাধ্যমের সামনে এনেছিলেন শামির স্ত্রী হাসিন জাহান। এর পরেই তুঙ্গে ওঠে শামি-হাসিনের মধ্যে অভিযোগ, পাল্টা অভিযোগের পালা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৮ ০৪:১৯
Share: Save:

অবশেষে অনুশীলনে নেমে পড়লেন ভারতীয় পেসার মহম্মদ শামি। একই সঙ্গে রবিবার তিনি জানিয়ে দিলেন, আইনি পথেই তিনি মোকাবিলা করতে প্রস্তুত তাঁর বিরুদ্ধে আনা স্ত্রী হাসিন জাহানের যাবতীয় অভিযোগ।

দেওধর ট্রফি চলাকালীন শামির বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রচারমাধ্যমের সামনে এনেছিলেন শামির স্ত্রী হাসিন জাহান। এর পরেই তুঙ্গে ওঠে শামি-হাসিনের মধ্যে অভিযোগ, পাল্টা অভিযোগের পালা। যে সময়ে টিভি-তে শামিকে প্রতিক্রিয়া দিতে দেখা গেলেও অনুশীলনে দেখা যায়নি। অবশেষে রবিবার গাজিয়াবাদে কোনও এক অ্যাকাডেমির নেটে অনুশীলন করতে দেখা গেল এই ভারতীয় পেসার-কে। নেটে দীর্ঘক্ষণ ব্যাট ও বল করেন শামি।

অনুশীলনের পরে মিডিয়ার মুখোমুখি হয়ে শামি বলেন, ‘‘আমার বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে, তার অর্ধেকই প্রমাণ করা যাবে না। দেখতে চাই হাসিন কতদূর যেতে পারে। আমি প্রথম সাত-আট দিন চেষ্টা করেছিলাম আলোচনার মাধ্যমে এই ঝামেলা মিটিয়ে নিতে। কিন্তু হাসিন প্রচারমাধ্যমের সামনে বলেছে, ও মিটমাট চায় না। তাই আমার কাছে আইনি পথে হাঁটা ছাড়া অন্য কোনও রাস্তা খোলা ছিল না।’’

এর পরেই এ দিন মাঠে নেমে পড়ার কারণ হিসেবে শামি বলে যান, ‘‘এই সব অভিযোগ আমার ক্রিকেট-কেরিয়ার শেষ করার ও মানসিক ভাবে বিপর্যস্ত করার একটি কৌশল। ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন শাখার সঙ্গে আমার কথা হয়েছে ইতিমধ্যেই। বোর্ড-কে অনুরোধ করেছি তদন্তের কাজ দ্রুত শেষ করার জন্য। নির্দোষ প্রমাণিত হলে মাঠে নামতে পারব। এই বিতর্কের ফলে আমার ক্রিকেট যাতে ক্ষতিগ্রস্ত না হয়, মাঠে নেমে পারফরম্যান্সে যাতে কোনও প্রভাব না পড়ে, তার জন্যই মাঠে নেমে পড়লাম।’’

রবিবার উত্তরপ্রদেশের আমরোহায় শামির গ্রামের বাড়িতে গিয়েছিল কলকাতা পুলিশের তদন্তকারী দল। কিন্তু শামিকে সেখানে না পেয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন লালবাজারের পুলিশ আধিকারিকরা। সূত্রের খবর, শামির প্রতিবেশীদের সঙ্গেও কথা বলেছেন তাঁরা। যে প্রসঙ্গে শামির প্রতিক্রিয়া, ‘‘তদন্তের কাজে সব রকমের সহায়তা করতে রাজি আমি ও আমার পরিবার।’’

এ দিকে, শামিকে গত সপ্তাহে নয়াদিল্লিতে জিজ্ঞাসাবাদের পরে শনিবার লালবাজারে হাসিন জাহানকে জিজ্ঞাসাবাদ করতে এসেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতিদমন শাখার আধিকারিকরা। জানা গিয়েছে, কলম্বো থেকে নিদাহাস ট্রফি জিতে ভারতীয় দল ফিরলে দলের ম্যানেজার রবি শাস্ত্রীর সঙ্গেও এ ব্যাপারে কথা বলতে পারে বোর্ডের দুর্নীতি দমন শাখা।

এ দিকে এরই মাঝে একটি সর্বভারতীয় প্রচারমাধ্যমের দাবি, হাসিনের অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা আলিশবা-র সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যেখানে করাচির বাসিন্দা এই মহিলা নাকি বলেন, ‘‘দুবাইয়ে বোনের কাছে গিয়েছিলাম। মহম্মদ শামির ভক্ত হওয়ায় ওর সঙ্গে দেখা করি ও কফি খেতে গিয়েছিলাম। আর কিছু নয়।’’ হাসিন রবিবারেও বলেন, ‘‘শামি নিজেকে বাঁচাতে মিথ্যা বলছে। আদালতে সব প্রমাণ হবে।’’ সোমবার বিচারকের কাছে গোপন জবানবন্দি দেবেন হাসিন জাহান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE