Advertisement
২০ মে ২০২৪

জমি নিয়ে বিবাদ, সংঘর্ষে জখম ১২

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এলাকার একটি ১০ কাঠা জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে মোবারক রহমান ও আবু তালেব মোল্লার মধ্যে। অভিযোগ, এ দিন ওই জমিতে মোবারকের লোকেরা ঘর তৈরি করতে গেলে বাধা দেয় আবু তালেবের লোকজন। তার জেরেই দু’পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮ ০০:৪৩
Share: Save:

জমি কাদের দখলে থাকবে, তা নিয়ে বিবাদের জেরে অস্ত্র হাতে দুই দল জড়িয়ে পড়েছিল সংঘর্ষে। অস্ত্রের এলোপাথাড়ি কোপে পুরুষ ও মহিলা-সহ দু’পক্ষের অন্তত ১২ জন জখম হয়েছেন তাতে। এর মধ্যে চার জনকে বারাসত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, আহতদের মধ্যে ফতেমা বিবি নামে নব্বই বছরের এক বৃদ্ধাও আছেন। তাঁর মাথায় কুড়ুলের কোপ পড়েছে। অবস্থা আশঙ্কাজনক। বুধবার এই ঘটনা ঘটেছে দেগঙ্গা থানার আমুলিয়ার চাঁদপুরে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দু’পক্ষের পাঁচ জনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এলাকার একটি ১০ কাঠা জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে মোবারক রহমান ও আবু তালেব মোল্লার মধ্যে। অভিযোগ, এ দিন ওই জমিতে মোবারকের লোকেরা ঘর তৈরি করতে গেলে বাধা দেয় আবু তালেবের লোকজন। তার জেরেই দু’পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। পরে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় বেশ কয়েক জন মাটিতে পড়ে আছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের স্থানীয় বিশ্বনাথপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পুলিশ। সেখানেও দু’পক্ষ ফের বচসা ও মারামারিতে জড়িয়ে পড়ে। পুলিশ পাঁচ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

মারাবুর রহমান নামে জখম এক ব্যক্তি বলেন, ‘‘আমরা ওখানে পলিথিন টাঙিয়ে রান্নাঘর তৈরি করছিলাম। আবু তালেবের লোকেরা কুড়ুল, শাবল আর ধারালো অস্ত্র নিয়ে তেড়ে আসে। তার পরে আমাদের কোপাতে থাকে।’’ আবু তালেবের পাল্টা অভিযোগ, ‘‘আমাদের জমিতে জোর করে ঘর তৈরি করছিল মোবারকের লোকজন। বাধা দেওয়ায় ওরাই অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে।’’

পুলিশ জানিয়েছে, অস্ত্র হাতে মারামারিতে দু’পক্ষেরই অনেকে জখম হয়েছেন। ফতেমা বিবি নামে জখম বৃদ্ধার পুত্রবধূ রহিমা বিবি এ দিন বলেন, ‘‘আমার শাশুড়ি গোলমাল ঠেকাতে গিয়েছিলেন। কিন্তু ওঁর মাথাতেও কোপ মারা হয়।’’ রহিমার দাবি, ‘‘ওই জমির দখল নিয়ে বহু বার মারামারি হয়েছে। অনেক বছর মামলা চললেও নিষ্পত্তি না হওয়ায় এই সমস্যা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Injury Clash Violence Land
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE