Advertisement
২৯ এপ্রিল ২০২৪

পাঁচ দিন পরেও ধোঁয়া

বড়বাজারে অগ্নিকাণ্ডের পাঁচ দিন পরেও ধোঁয়া বেরোচ্ছে দগ্ধ বহুতলের ধ্বংসস্তূপ থেকে। তাই শুক্রবার বাড়িটির বিপজ্জনক অংশ ভাঙতে গিয়েও কাজ শুরু করতে পারলেন না পুরসভার কর্মীরা। বাইরের কিছু অংশ পরিষ্কার করা, একটি পাঁচিল ভাঙা ও ব্যবসায়ীদের তৈরি বাঁশের কাঠামো খোলার কাজ শুরু করল পুরসভা।

অগ্নি-সাক্ষী: বড়বাজারের দগ্ধ বহুতলের সামনে। শুক্রবার। ছবি: রণজিৎ নন্দী

অগ্নি-সাক্ষী: বড়বাজারের দগ্ধ বহুতলের সামনে। শুক্রবার। ছবি: রণজিৎ নন্দী

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৭ ০১:৪৩
Share: Save:

বড়বাজারে অগ্নিকাণ্ডের পাঁচ দিন পরেও ধোঁয়া বেরোচ্ছে দগ্ধ বহুতলের ধ্বংসস্তূপ থেকে। তাই শুক্রবার বাড়িটির বিপজ্জনক অংশ ভাঙতে গিয়েও কাজ শুরু করতে পারলেন না পুরসভার কর্মীরা। বাইরের কিছু অংশ পরিষ্কার করা, একটি পাঁচিল ভাঙা ও ব্যবসায়ীদের তৈরি বাঁশের কাঠামো খোলার কাজ শুরু করল পুরসভা।

পুরকর্মীরা এ দিন জানান, ধোঁয়া এবং তাপের সমস্যা তো রয়েছেই। তা ছাড়া, ধ্বংসস্তূপ সরাতে গেলে পুরো বাড়িটাই ভেঙে পড়তে পারে। এক পুর অফিসার, বাড়ির সামনের রাস্তা সরু হওয়ায় এখানে বড় জেসিবি মেশিন এনে বাড়ি ভাঙা সম্ভব নয়। বাড়ির কাঠামো ভেঙে পড়লে প্রাণহানিরও আশঙ্কা রয়েছে। সংলগ্ন বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হতে পারে। বাইরের কাজ শেষ হলে ধীরে ধীরে ভিতরের অংশ ভাঙা হবে।

পুরসভা, পুলিশ এবং দমকল এ দিনও বাড়ির বাইরে এবং ভিতরে যে পর্যন্ত যাওয়া যায়, সেখানে গিয়ে কাঠামো পরীক্ষা করে। বাড়ির পুরোটাই ভেঙে ফেলতে হবে বলে অভিমত তাদের।

দমকলের ডিভিশনাল অফিসার কমল নন্দী (উত্তর) জানান, জ্বলন্ত বস্তুর উপরে প্রায় কুড়ি ফুট ধ্বংসস্তূপ রয়েছে। বাড়িটিতে ফাটলও ধরেছে। এই অবস্থায় ধ্বংসস্তূপ দ্রুত সরানো সম্ভব নয়। পুলিশ জানিয়েছে, অগ্নি-বিধি না মানার জন্য দমকল স্থানীয় থানায় বাড়ির কেয়ারটেকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। পুলিশ একটি মামলাও রুজু করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fire Burrabazar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE