Advertisement
০৭ মে ২০২৪

সল্টলেক নিয়ে হচ্ছে তথ্যচিত্র

বিধাননগর পুরসভা সূত্রে খবর, ষাটের দশকে সল্টলেক কেমন ছিল, তার পরিবর্তন, বিধাননগর পুরনিগম হয়ে ওঠার কাহিনি, সংযুক্ত এলাকার অবস্থা থাকবে সেই তথ্য চিত্রে।

বিধাননগর পুরনিগম হয়ে ওঠার কাহিনি, সংযুক্ত এলাকার অবস্থা থাকবে তথ্য চিত্রে।

বিধাননগর পুরনিগম হয়ে ওঠার কাহিনি, সংযুক্ত এলাকার অবস্থা থাকবে তথ্য চিত্রে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৮ ০১:৪৯
Share: Save:

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের সময়ে মধ্যবিত্ত বাঙালিদের থাকার জন্য সল্টলেক উপনগরীর পরিকল্পনা করা হয়। গঙ্গার পলি-বালি তুলে জলা জমি ভরাট করে গড়া হয় সল্টলেক। তার পরে কী ভাবে বদলেছে এই উপনগরী, সেই ছবি ধরা পড়বে তথ্যচিত্রে।

বিধাননগর পুরসভা সূত্রে খবর, ষাটের দশকে সল্টলেক কেমন ছিল, তার পরিবর্তন, বিধাননগর পুরনিগম হয়ে ওঠার কাহিনি, সংযুক্ত এলাকার অবস্থা থাকবে সেই তথ্য চিত্রে।

বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত বলেন, ‘‘সল্টলেকের সে কাল-এ কাল থাকছে তথ্যচিত্রে।’’ এটি তৈরি করতে খরচ ধরা হয়েছে পাঁচ লক্ষ টাকা। এ মাসেই কাজ শেষ হবে।

এক পুর কর্তা জানান, পুরসভা সাম্প্রতিক কালে কী কী উল্লেখযোগ্য কাজ করেছে, তথ্যচিত্রে থাকবে তার খতিয়ান। সেখানে থাকবে যুবভারতী ক্রীড়াঙ্গনে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে সাজানো সল্টলেক, দখলদার উচ্ছেদ, আন্তর্জাতিক বইমেলা, পরিবেশ রক্ষায় সবুজায়নের কথাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Documentary Film Salt Lake
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE