Advertisement
০৫ মে ২০২৪

বেপরোয়া লরির ধাক্কা পিজির দেওয়ালে, আহত তিন

পুলিশ জানিয়েছে, দশ চাকার ওই লরিটি ধর্মতলার দিক থেকে জওহরলাল নেহরু রোড ধরে আসছিল।

লরির ধাক্কায় ভেঙে গিয়েছে হাসপাতালের দেওয়াল।

লরির ধাক্কায় ভেঙে গিয়েছে হাসপাতালের দেওয়াল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৭ ০৩:২৩
Share: Save:

পরপর তিনটে গাড়িকে ধাক্কা মারার পরে এসএসকেএম হাসপাতালের দেওয়ালে ধাক্কা মারল একটি দশ চাকার লরি। মঙ্গলবার রাত পৌনে ১১টায় ঘটনাটি ঘটে। ঘটনায় তিন জন জখম হয়েছেন। পুলিশ জানিয়েছে, দু’জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হলেও সোনু চাড্ডা (২৯) নামে এক যুবক গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, দশ চাকার ওই লরিটি ধর্মতলার দিক থেকে জওহরলাল নেহরু রোড ধরে আসছিল। রবীন্দ্র সদনের কাছে এসে সেটি প্রথমে একটি প্রাইভেট গাড়িকে এবং পরে একটি হলুদ ট্যাক্সিকে ধাক্কা মারে। লরির ধাক্কায় গাড়ির একাংশ এবং ট্যাক্সির ডান দিকের অংশ দুমড়ে মুচড়ে যায়।

দুর্ঘটনাগ্রস্থ গাড়ি।

এর পরই লরিটি পিটিএস-এর দিকে যাওয়ার জন্য ঘুরতে গেলে সেখানে দাঁড়িয়ে থাকা একটি সাদা এসি ট্যাক্সিকে সজোরে ধাক্কা মেরে এগিয়ে যায় এবং রাস্তার ধারে রেলিং ভেঙে সোজা ফুটপাথে উঠে গিয়ে ধাক্কা মারে এসএসকেএম হাসপাতালের দেওয়ালে। লরির ধাক্কায় ভেঙে যায় হাসপাতালের দেওয়াল। রেলিংয়ের পাশে দাঁড়িয়ে থাকা সোনুকে নিয়ে লরিটি ফুটপাথের রেলিংয়ে ধাক্কা মারে। পরে বড় লোহার পাইপে সেটি আটকে যায়।

ঘটনায় প্রাইভেট গাড়ির চালক ও ট্যাক্সিচালকও আহত হন। ঘাতক লরির চালককে ধরার জন্য হাসপাতালের আশপাশে ছ়ড়িয়ে ছিটিয়ে থাকা লোকজন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেন। কিন্তু লরির চালক তার আগেই পালান। আহতদের এসএসকেএমে ভর্তি করা হয়। এক জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হলেও সোনুর আঘাত গুরুতর। পুলিশ জানিয়েছে, সোনুর মাথায় আঘাত লেগেছে। পরে পরিবারের লোকজন তাঁকে এসএসকেএম থেকে বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করেন বলে পুলিশ জানিয়েছে। লরির চালককে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ধরা যায়নি। তবে নির্দিষ্ট ধারায় চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ।

—নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Accident SSKM এসএসকেএম
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE