১০ বছরের এক বালিকাকে ধর্ষণের দায়ে এক যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিল শিয়ালদহের বিশেষ পকসো আদালত। সেই সঙ্গে এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। বুধবার এই সাজা শুনিয়েছেন বিচারক অনির্বাণ দাস। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম গণেশ নস্কর। মঙ্গলবার আদালত তাকে দোষী সাব্যস্ত করেছিল। মামলার সরকারি আইনজীবী অসীম কুমার জানান, নির্যাতিতা বালিকাকে এক লক্ষ টাকা দেওয়ার জন্য জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত।
আদালত সূত্রের খবর, গত বছরের ২৯ জুন রাতে উত্তর কলকাতার বাসিন্দা ওই বালিকা মামার বাড়ি থেকে ফিরছিল। তার মামার বাড়িও একই এলাকায়। তখন ২৫ বছরের যুবক গণেশ তাকে একটি পরিত্যক্ত ক্লাবঘরে জোর করে নিয়ে গিয়ে ধর্ষণ করে। রাতে নির্যাতিতা বাড়ি ফিরে সব জানায়। সেই রাতেই নাবালিকার পেটে ব্যথা হওয়ায় পরিবারের লোকজন তাকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরের দিন, ৩০ জুন নাবালিকার পরিবারের তরফে মানিকতলা থানায় অভিযোগ দায়ের হয়। সে দিনই পুলিশ গ্রেফতার করে গণেশকে। এই মামলায় ১১ জন সাক্ষ্য দিয়েছেন বলে জানিয়েছেন অসীম।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)