অ্যাক্রোপলিস মল। — ফাইল চিত্র।
পুজোর আগেই আবার খুলে গেল কসবার অ্যাক্রোপলিস মল। গত জুন মাসে অগ্নিকাণ্ডের জেরে বন্ধ হয়েছিল শপিং মলটি। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দমকল বিভাগের ছাড়পত্র মেলার পর শনিবার শপিং মলটি আবার খুলে দেওয়া হয়েছে।
অ্যাক্রোপলিস মলের জেনারেল ম্যানেজার শুভদীপ বসু জানিয়েছেন, ২৯ জুলাই দমকল বিভাগের ছাড়পত্র মিলেছে। তার পর শপিং মলের ৯০ শতাংশ খুলে দেওয়া হয়েছে। তবে ‘হপিপলা’, ‘চিলিস’, ‘টাইম জ়োন’ দিন কয়েক পরে খোলা হবে। তা ছাড়া বাকি বিপণি, সিনেপোলিস, ফুড কোর্ট খুলে দেওয়া হয়েছে।
গত ১৪ জুন অ্যাক্রোপলিস মলের ‘ক্রসওয়ার্ড’-এ আগুন লাগে। সেখান থেকে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী, পুলিশ। শপিং মলের ভিতর থেকে সুরক্ষিত ভাবে সকলকে বার করে আনা হয়। আগুন নেভানো হয়। অ্যাক্রোপলিসে রয়েছে বহু দফতর। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দমকল বিভাগের ছাড়পত্রের পর ২৫ জুন থেকে পঞ্চম থেকে কুড়ি তলা পর্যন্ত দফতরগুলি খুলে দেওয়া হয়। সংস্কারের পর শপিং মল আবার খোলার অনুমতি চেয়ে দমকল বিভাগের দ্বারস্থ হন কর্তৃপক্ষ। ৫ জুলাই সেখানে পরিদর্শনে আসেন দমকল বিভাগের কর্মীরা। ২৯ জুলাই মেলে ছাড়পত্র।
২০১৫ সালে অ্যাক্রোপলিস মল চালু হয়। প্রতি দিন গড়ে প্রায় ১৫ হাজার মানুষ এখানে আসেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তার প্রভাব পড়েছে স্থানীয় অর্থনীতিতেও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy