প্রয়াত হলেন অভিনেত্রী সুমিতা সান্যাল। কলকাতায় নিজের বাড়িতেই রবিবার তাঁর জীবনাবসান হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। সুমিতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১৯৪৫-এ দার্জিলিংয়ে জন্ম হয় সুমিতার। বাবা গিরিজা গোলকুন্ডা সান্যাল মেয়ের নাম রেখেছিলেন মঞ্জুলা। পরিচালক বিভূতি লাহার পরিচালনায় ‘খোকাবাবুর প্রত্যাবর্তন’-এ অভিনয় করতে যাওয়ার পর তিনি মঞ্জুলার নাম বদলে রাখেন সুচরিতা। পরে সেই নাম বদলে সুমিতা দেন পরিচালক কনক মুখোপাধ্যায়। প্রায় ৪০টির বেশি বাংলা ছবিতে অভিনয় করেছিলেন সুমিতা। দিলীপ কুমারের বিপরীতে ‘সাগিনা মাহাতো’ অথবা ‘আনন্দ’-এ অমিতাভ বচ্চনের সঙ্গে জুটি বেঁধে সুমিতার অভিনয় দর্শকের প্রশংসা পেয়েছিল। ‘আশীর্বাদ’, ‘গুড্ডি’, ‘মেরে আপনে’র মতো হিন্দি ছবি এবং ‘নায়ক’ ‘দিনান্তের আলো’, ‘সুরের আগুন’, ‘কাল তুমি আলেয়া’ সহ প্রচুর বাংলা ছবিতে তাঁর অভিনয় মনে রাখার মতো। এ ছাড়াও গ্রুপ থিয়েটার, টেলিভিশন সিরিয়ালে তাঁকে দেখা গিয়েছে। প্রফেশনালি স্টেজ পারফরম্যান্সও করেছিলেন তিনি। সুমিতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিল্পী মহলে।
আরও পড়ুন, মীনাক্ষী শেষাদ্রিকে মনে আছে? এখন তিনি কী করছেন জানেন?
Saddened at the passing of veteran actress Sumita Sanyal. My condolences to her family, friends and fans
— Mamata Banerjee (@MamataOfficial) July 9, 2017