শহরে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক মহিলা। মৃতার নাম রিনা সরকার (৩৮)। লেক থানার অন্তর্গত রবীন্দ্র সরোবরের পঞ্চানন রোডের বাসিন্দা তিনি। যোধপুর পার্কের একটি বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যোধপুর পার্কের ওই বহুতলে পরিচারিকার কাজ করতেন মৃতার মা মঙ্গলা হালদার। মায়ের সঙ্গে বসে দুপুরের খাবার খেতে প্রায়শই সেখানে আসতেন রিনা। শনিবারও ঠিক সময়ে পৌঁছে যান তিনি। কিন্তু খাওয়াদাওয়ার পর বিকেল চারটে নাগাদ ওই বহুতলের ন’তলার ছাদ থেকে ঝাঁপ দেন তিনি।
রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যান স্থানীয়েরা। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। খোঁজ নিয়ে জানা গিয়েছে, গত বছর ১২ ডিসেম্বর ছেলে আত্মহত্যা করার পর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন রিনা সরকার। পুত্রশোকেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তের পর ধারণা পুলিশের।
আরও পড়ুন: কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান, উড়িয়ে নিয়ে যাওয়া হল ১০ হাজার সেনা
(শহরের প্রতি মুহূর্তের সেরা বাংলা খবর জানতে পড়ুন আমাদের কলকাতা বিভাগ।)