বিমান যখন মাঝ আকাশে, তখন সতর্কবার্তা এল। নির্দিষ্ট করে বলা হয়নি, ‘বোমা রাখা আছে’। কিন্তু, ইঙ্গিত ছিল সেরকমই।
ঝুঁকি নিতে চাননি বিমানবন্দর কর্তৃপক্ষ। রবিবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ সেই বিমান বাগডোগরা থেকে যখন কলকাতায় এসে নামে তখন সেখানে যুদ্ধকালীন অবস্থা। শহরে নামতে আসা অন্য সব বিমানকে আকাশে চক্কর কাটার নির্দেশ দিয়ে সবার আগে অগ্রাধিকার দিয়ে নামিয়ে আনা হয় এয়ার এশিয়ার ওই বিমানকে। দমকলবাহিনী, অ্যাম্বুলেন্স তৈরি।
বিমান নামার পরে রাত পর্যন্ত তার ১৭৯ জন যাত্রীকে তল্লাশি করে অবশ্য কিছু পাওয়া যায়নি। কলকাতা বিমানবন্দরের অধিকর্তা কৌশিক ভট্টাচার্য বলেন, ‘‘যাত্রীদের মালপত্রও তল্লাশি করেছেন বোমা বিশারদদের দল।’’