কলকাতা বিমানবন্দরে ঢোকার মুখে এবং সেখান থেকে বেরোনোর আগে এখন হাতে ধরা যন্ত্র দিয়ে স্প্রে করে জীবাণুমুক্ত করা হচ্ছে যাত্রীদের মালপত্র। কিন্তু অনেক যাত্রী অভিযোগ করছেন, জীবাণুমুক্ত করার সেই তরল তাঁদের গায়ে পড়লে চর্মরোগ হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। সমস্যার সমাধানে তাই মালপত্র জীবাণুমুক্ত করতে যন্ত্র বসানোর তোড়জোড় শুরু করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। ইতিমধ্যেই দিল্লি, মুম্বই এবং হায়দরাবাদ বিমানবন্দরে পরীক্ষামূলক ভাবে শুরু হয়েছে এই কাজ।
কলকাতা বিমানবন্দরের অধিকর্তা কৌশিক ভট্টাচার্য বলেন, ‘‘হাত দিয়ে স্প্রে করে যাত্রীদের মালপত্র জীবাণুমুক্ত করার বদলে যন্ত্র এনে অতিবেগুনি রশ্মির মাধ্যমে ওই কাজ করার কথা ভাবা হচ্ছে।’’
এখন বিমানবন্দরের টার্মিনালে ঢোকার মুখে প্রতিটি গেটে যাত্রীদের মালপত্র স্প্রে করে তরল ছিটিয়ে জীবাণুমুক্ত করা হচ্ছে। একই ভাবে কলকাতায় আসা যাত্রীদের মালপত্র বিমান থেকে নামিয়ে কনভেয়ার বেল্টে তোলার আগে সেগুলি জীবাণুমুক্ত করা হচ্ছে। বিমানবন্দর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্বে রয়েছে যে সংস্থা, তাদের দিয়েই এই কাজ করাচ্ছেন কর্তৃপক্ষ।