মেয়ের খোঁজ নেই এক মাস ধরে। দেখাও মিলছে না, ফোনেও পাওয়া যাচ্ছে না। শেষে জামাই-সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করলেন মেয়ের বাবা। গত ৫ জুলাই পাটুলি থানায় ওই অভিযোগ দায়ের করেন বিহারের বাসিন্দা দেবেন্দ্র সিংহ। তাঁর মেয়ে কবিতা কুমারীর সঙ্গে বিয়ে হয়েছিল মুজফ্ফরপুরের বাসিন্দা রাকেশ দুবে নামে এক যুবকের। সম্প্রতি রাকেশ কর্মসূত্রে কলকাতায় আসেন। পাটুলির একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে কবিতার সঙ্গে থাকতেন তিনি। তদন্তে পুলিশ অবশ্য জেনেছে, ওই তরুণীকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই মারা যান তিনি। ঘটনাটি রহস্যজনক বলে মনে করছে পুলিশ। পুলিশের কাছে মেয়ের এই খবর পান দেবেন্দ্রবাবু। পুলিশ জানায়, দেবেন্দ্রবাবুর অভিযোগ, মেয়ের অসুস্থতার খবর তাঁদের জানানো হয়নি। মেয়ে বরাবর সুস্থ ছিল। কাজেই তাকে খুনই করা হয়েছে বলে তাঁর অভিযোগ। ইতিমধ্যেই পাটুলি থানার একটি দল বিহারের উদ্দেশে রওনা হয়েছে।