কয়েকটি লাইনের মেসেজ। নীচে লেখা কোনও ব্যাঙ্কের নাম। এটিএম থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা তোলার কথা বলে মেসেজে লেখা থাকছে, যদি আপনি এই টাকা না তোলেন, তা হলে এখনই ব্যাঙ্কে দেওয়া মোবাইল নম্বরটি থেকে মেসেজের মোবাইল নম্বরে ফোন বা এসএমএস করে কার্ড ব্লক করুন।
এই বার্তার ফাঁদে পা দিয়ে কোনও গ্রাহক সেই নম্বরে ফোন করলেই কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হতে পারে। এ বার এই পদ্ধতিতে টাকা নিতে শুরু করছে প্রতারকেরা। কলকাতা পুলিশের ফেসবুকে পেজে এমন ভাবেই ব্যাঙ্ক-গ্রাহকদের সতর্ক করা হল। তবে এ ক্ষেত্রে প্রতারকেরা অ্যাকাউন্ট নম্বরের জায়গায়
ইংরেজিতে ‘এক্স’ বা ক্রস মার্ক দিচ্ছে। পুলিশের সতর্কবার্তা, কেউ এই ফাঁদে পা দেবেন না।