রাজারহাটের মাঝেরহাট রোডে রবিবার রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক তরুণীর। মৃতার নাম পূজা সাহা (১৮)। পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর, রবিবার রাত পৌনে ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। মাঝেরহাট রোডে একটি বাঁকের কাছে স্পিড ব্রেকার রয়েছে। সেখানে কোনও ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা টপকে স্কুটি নিয়ে কিছুটা দূরে গিয়ে উল্টে পড়ে যান দুই তরুণ-তরুণী। স্কুটিটি উল্টে ওই তরুণীর উপরে গিয়ে পড়ে। স্থানীয় সূত্রের দাবি, পিছনে বসা তরুণের মাথায় হেলমেট থাকলেও তরুণীর মাথায় হেলমেট দেখা যায়নি। দ্রুতদু’জনকে উদ্ধার করে ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করা হয়। তরুণকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, রাজারহাটের সলুয়ার বাসিন্দা পূজা সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। পরীক্ষার পরে তিনি স্কুটি চালানো শিখেছিলেন। সড়গড় হওয়ার জন্য মাঝেমধ্যেই তিনি স্কুটি নিয়ে বেরোতেন। রবিবারও বন্ধু শুভঙ্কর ভৌমিকের সঙ্গে বেরিয়েছিলেন। পুলিশ সূত্রের খবর, দু’জনে স্কুটি নিয়ে নিউ টাউনে গিয়েছিলেন। শুভঙ্কর প্রথমে স্কুটি চালালেও ফেরার পথে পূজা চালাচ্ছিলেন। গাড়ির চাপ অপেক্ষাকৃত কম, এমন রাস্তাই তাঁরা বেছে নিয়েছিলেন বলে অনুমান পুলিশের।
স্থানীয়দের একাংশ জানান, দুর্ঘটনাস্থলের কাছে রাস্তাটি ডান দিকে বাঁক নিয়েছিল। বাঁক নেওয়ার পরেই রয়েছে একটি স্পিড ব্রেকার। রাতে সম্ভবত তা বুঝতে পারেননি পূজা। সেখানেই স্কুটিটি গিয়ে উল্টে যায়।
পুলিশ সূত্রের খবর, কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, স্পিড ব্রেকারের আগে গতি কমানোর বদলে উল্টোটাই করে ফেলেছিলেন ওই তরুণী। গাড়ির গতি বেড়ে যাওয়ায় আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি তিনি। পুলিশের একাংশের কথায়, বার বার প্রচার করা সত্ত্বেও অনেকে হেলমেট পরার ক্ষেত্রে অনীহা দেখাচ্ছেন। এ ক্ষেত্রে হেলমেট থাকলে জখম হলেও বেঁচে যেতে পারতেন তরুণী।
সলুয়ার বাড়িতে এমন ঘটনায় ভেঙে পড়েছে পূজার পরিবার। এ দিন দেখা যায়, কথা বলার মতো অবস্থায় নেই তাঁরা কেউই।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)