Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বাঘাযতীনে এনআরসি বিরোধী প্রচারে হামলা, দুষ্কৃতীদের মুখে জয় শ্রীরাম ধ্বনি

এ দিন ধস্তাধস্তির সময় ওই  দুষ্কৃতীদের বেশির ভাগ পালিয়ে গেলেও, একজনকে ধরে ফেলে আক্রান্তরাই। কিছুক্ষণের মধ্যেই তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আক্রান্তরা যাদবপুর থানায় এফআইআরও দায়ের করেন। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

ধস্তাধস্তির মুহূর্ত। এই ব্যক্তিকে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ধস্তাধস্তির মুহূর্ত। এই ব্যক্তিকে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ ০১:৩৩
Share: Save:

রবিবার ভর সন্ধ্যায় বাঘাযতীনের কাছে দুষ্কৃতী হামলার মুখে পড়লেন চলচ্চিত্র পরিচালক দেবলীনা মজুমদার-সহ বেশ কয়েক জন। দেবলীনাদের দলটি এ দিন ওই অঞ্চলে এনআরসি বিরোধী একটি প্রচার সভা আয়োজন করছিলেন। অভিযোগ, ওই সভা শেষ হতেই মুখে রুমাল বাঁধা একদল দুষ্কৃতী লাঠি নিয়ে তাঁদের ওপর চড়াও হয়। আক্রান্তদের আরও দাবি, দুষ্কৃতীদের দলটি জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকে।

আক্রান্তদের একজন, দেবত্রী গোস্বামী জানান, ‘‘আমরা এ দিন বাঘাযতীন ১নং কলোনি এলাকায় প্রচার চালাচ্ছিলাম। প্রচার শেষ হওয়ার পরে অনেকে চলেও যায়। আমরা কয়েকজন চায়ের দোকানে জড়ো হয়েছিলাম। হঠাৎই মুখে কাপড় বেঁধে একদল লোক আমাদের হঠাৎ আক্রমণ করে। ধস্তাধস্তিতে আমাদের বেশ কয়েকজনের চোট লাগে। আমাদের সঙ্গে থারা একটি ডিএসএলআর ক্যামেরা ভেঙে দেয় ওই আক্রমণকারীদের দলটি। ’’ ঘটনার জেরে দেবলীনা, দেবত্রী ছাড়াও আহত হয়েছেন রনজিতা বিশ্বাস, কৌস্তভ দাশগুপ্ত। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন:কটকে নাটকীয় রান তাড়া, চার উইকেটে জিতে সিরিজ ভারতের

এ দিন ধস্তাধস্তির সময় ওই দুষ্কৃতীদের বেশির ভাগ পালিয়ে গেলেও, একজনকে ধরে ফেলে আক্রান্তরাই। কিছুক্ষণের মধ্যেই তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আক্রান্তরা যাদবপুর থানায় এফআইআরও দায়ের করেন। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP NRC CAA Jay Sree Ram Anti CAA movement
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE