Advertisement
২৫ এপ্রিল ২০২৪
camera

বার বার বেরোলে ধরা পড়ছে ক্যামেরায়

বিধাননগর কমিশনারেট সূত্রের খবর, এলাকায় টহলদারির পাশাপাশি সিসি ক্যামেরার মাধ্যমেও নজর রাখা হচ্ছে।

ক্যামেরায় চলছে নজরদারি। প্রতীকী চিত্র।

ক্যামেরায় চলছে নজরদারি। প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা শেষ আপডেট: ০৯ মে ২০২০ ০২:৩৯
Share: Save:

প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে কোভিড ১৯-এ আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবুও বাড়ির বাইরে বেরোনো আটকানো যাচ্ছে না বলেই দাবি পুলিশের। উপরন্তু কোনও এক জনকে দিনে একাধিক বারও বাড়ি থেকে বেরোতে দেখা গিয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকার সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি।

কমবয়সি, মধ্যবয়স্কের পাশাপাশি রয়েছেন প্রবীণেরাও। বিধাননগর কমিশনারেট সূত্রের খবর, এলাকায় টহলদারির পাশাপাশি সিসি ক্যামেরার মাধ্যমেও নজর রাখা হচ্ছে। ফুটেজে দেখা গিয়েছে, একই ব্যক্তি দিনে তিন বারও একই পোশাকে বাড়ি থেকে বেরোচ্ছেন। পুলিশ তাঁদের কাছে বারবার বেরোনোর কারণ জানতে চায়। কখনও নিজের বিবাহবার্ষিকীতে কেক কেনার কথাও বলেছেন কেউ। তা যাচাই করতে গিয়ে পুলিশ জানতে পারে, তিনি বিবাহিতই নন। বাগুইআটি, নিউ টাউন ও সল্টলেকের বাজারগুলির ভিড় চিন্তায় ফেলছে প্রশাসনকে। বাজারের অজুহাতে অনেক প্রবীণ বারবার বা দীর্ঘক্ষণ বাইরে থাকছেন। সল্টলেকের বাসিন্দা কুমারশঙ্কর সাধুর কথায়, ‘‘সব জেনেও নিয়ম লঙ্ঘন দুর্ভাগ্যজনক। মানছি, ঘরে আটকে প্রবীণদের মানসিক চাপ বাড়ছে।’’

পুলিশের বক্তব্য, সিসি ক্যামেরার ফুটেজ দেখে বারবার বেরোনো প্রবীণদের বোঝানোর চেষ্টা চলছে। তবে একই ঘটনার পুনরাবৃত্তি হলে কড়া পদক্ষেপ করার ইঙ্গিত দিয়েছে পুলিশ।

আরও পড়ুন: রেশনে ‘বেয়াদপি’ নয়, চাই ব্যাপক পাল্টা প্রচারও: দলকে চাগালেন মমতা

কলকাতার অবস্থা উদ্বেগজনক, বহু এলাকা নিয়েই চিন্তায় পুরসভা

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CCTV Camera CCTV COVID-19 Coronavirus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE