Advertisement
০৭ ডিসেম্বর ২০২৪
TMC

প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর ‘এক্সপায়ারি ডেট’ চলে এসেছে: মমতা বন্দ্যোপাধ্যায়

দেশের ধর্মের নামে বিভাজন চলছে, আসল রামের সঙ্গে ‘মহব্বত’ করতে হবে। প্রধানমন্ত্রী কে হবে পরে ঠিক করা যাবে। আসল সবার আগে নেতাদের একজোট হতে হবে: ফারুক আবদুল্লা

ব্রিগেডে মমতা। ছবি: তৃণমূলের টুইটার অ্যাকাউন্টের সৌজন্যে।

ব্রিগেডে মমতা। ছবি: তৃণমূলের টুইটার অ্যাকাউন্টের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৯ ০৭:০০
Share: Save:

ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা, তামিলনাড়ুর ডিএমকে নেতা স্ট্যালিন, অরুণ শৌরি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সরেন, এনসিপি নেতা শরদ পওয়ার, কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি এবং মল্লিকার্জুন খড়গে, বহুজন সমাজ পার্টির প্রতিনিধি সতীশ মিশ্র, ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা, সমাজবাদী পার্টি নেতা এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এবং দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল, রাষ্ট্রীয় জনতা দল নেতা এবং লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব। ভারতীয় রাজনীতির তারকা এবং মহাতারকাদের উপস্থিতিতে সকাল থেকেই সরগরম ছিল ব্রিগেড।

সকাল থেকে বিভিন্ন বক্তাদের মূল সুর ছিল একটাই। বিজেপিকে হারাতে একজোট হয়ে লড়তে হবে, এই কথাই উঠে এসেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে।

এখন কলকাতায় মিটিং, আগামী দিনে বিজেপির বিরুদ্ধে লড়াই আরও সুসংহত করতে দেশের বিভিন্ন প্রান্তে সভা করার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে জানিয়ে দিয়েছেন, কে প্রধানমন্ত্রী হবেন, সেটা ভোটের পরেও ঠিক করা যেতে পারে, আপাতত বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করাটাই বড় কথা।

• ‘অনেক হয়েছে অচ্ছে দিন, এবার বিজেপিকে বাদ দিন’, ব্রিগেডে নতুন স্লোগান মমতা বন্দ্যোপাধ্যায়ের

• আজ এখান থেকে বিজেপির শেষের শুরু: মমতা

• ২০১৮-তে ২ কোটি লোক বেকার হয়েছে: মমতা

• সিবিআইকে কলঙ্কিত করেছে মোদী সরকার: মমতা

• আমি তো জগন্নাথের, শ্রীকৃষ্ণের রথ টানি, আপনি তো ফাইভ স্টার রথ বানাচ্ছেন: মমতা

• কে প্রধানমন্ত্রী হবেন, তা পরের কথা। আপাতত বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়তে হবে: মমতা বন্দ্যোপাধ্যায়

• সব প্রতিষ্ঠানের স্বাধীনতা খর্ব করা হচ্ছে: মমতা

ভারতের বাতাষে বিষ ছড়াচ্ছে নরেন্দ্র মোদী এবং বিজেপি। আমাদের জোট মানুষের সঙ্গে সেখানে মোদী-অমিত শাহের জোট এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআইয়ের সঙ্গে। ব্রিগেডের সভায় এই মন্তব্য করলেন সমাজবাদী পার্টি নেতা এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।

ব্রিগেডে অখিলেশ যাদব। ছবি: তৃণমূলের টুইটার অ্যাকাউন্টের সৌজন্যে।

• মিথ্যা কথা বলার ফ্যাক্টরি হলেন নরেন্দ্র মোদী, বললেন রাষ্ট্রীয় জনতা দল নেতা এবং লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব।

• দেশের জনতা আওয়াজ তুলেছে, ‘চৌকিদারই চোর হ্যায়’, ব্রিগেডের সভায় মোদীকে কটাক্ষ শত্রুঘ্ন সিন্‌হার।

• ভারতের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সর্বনাশ করেছে জিএসটি: শত্রুঘ্ন সিন্‌হা

• রাতারাতি তুঘলকি ফরমানের মতো কাউকে কিছু না জানিয়ে শুরু হয়ে গিয়েছিল নোটবন্দি: শত্রুঘ্ন সিন্‌হা

দেশে ‘তানাশাহি’ চলছে, মোদী-অমিত শাহ জুটিকে তোপ শত্রুঘ্ন সিন্‌হার। ছবি: তৃণমূলের টুইটার অ্যাকাউন্টের সৌজন্যে।

• মমতার ডাকে ছুটে এসেছি ব্রিগেডে: শত্রুঘ্ন সিন্‌হা

• সময় খুব কম, একজোট হতেই হবে, ব্রিগেডের সভায় আহ্বান জেডিএস নেতা এবং দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার।

• আপনি বলতেন ‘খাবেন না, খাওয়াবেন না’। আপনি খাচ্ছেন কিনা জানি না, কিন্তু আদানি-অম্বানিকে তো খাইয়ে দিচ্ছেন। ব্রিগেডের মঞ্চ থেকে নরেন্দ্র মোদীকে কটাক্ষ কংগ্রেসের প্রতিনিধি এবং সাংসদ মল্লিকার্জুন খড়গের।

• লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে হাতে হাত মিলিয়ে লড়াই করার কথা বললেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়গে।

• বিজেপিকে হঠাতে আগামী লোকসভা নির্বাচনে সবাই একজোট হয়ে লড়তে হবে, মন্তব্য শরদ পওয়ারের।

• এই সমাবেশ দেখে আমাদের আশা অনেক বেড়ে গেল: এনসিপি নেতা শরদ পওয়ার

• কেন্দ্রের থেকে অনেক ভাল কাজ করেছে পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশ, ব্রিগেডের সভায় এই মন্তব্য করলেন তেলগু দেশম নেতা এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। ঘৃণামিশ্রিত অপরাধে মদত দেওয়ার অভিযোগে বিজেপিকে দুষলেন চন্দ্রবাবু।

• ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে বিজেপির বিরুদ্ধে কারচুপির অভিযোগ চন্দ্রবাবু নাইডুর।

• ২০১৯-এ নতুন প্রধানমন্ত্রী দেখবে ভারত: চন্দ্রবাবু নাইডু

• ৭০ বছরে পাকিস্তান যেই ক্ষতি করতে পারেনি, নরেন্দ্র মোদী-অমিত শাহ জুটি তাই করে দেখিয়েছে: আপ নেতা এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

• বিজেপি একটা কাগুজে বাঘ: কর্নাটকের মুখ্যমন্ত্রী এবং জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামী।

• স্ট্যালিনের অভিযোগ, কালো টাকা নিয়ে দেশের মানুষের সঙ্গে মিথ্যাচার করেছেন নরেন্দ্র মোদী। কালো টাকা উদ্ধার করে দেশের সব নাগরিককে ১৫ লক্ষ করে টাকা দেওয়ার কথা বলা হয়েছিল। কোথায় গেল সেই ১৫ লক্ষ টাকা, এই নিয়েই আজকের ব্রিগেড সমাবেশে নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেন ডিএমকে নেতা স্ট্যালিন।

• এনডিএ সরকারকে আর সহ্য করা যাচ্ছে না, এদের দ্রুত সরাতে হবে, ব্রিগেডের সভায় বললেন বহুজন সমাজ পার্টির নেতা সতীশ মিশ্র।

মমতাদিকে ভয় পান নরেন্দ্র মোদী। অমিত শাহ-ও বাংলায় পা দিতে ভয় পায়, কারণ উনি জানেন এখানে মমতাদি আছেন: স্ট্যালিন

ব্রিগেডে ডিএমকে নেতা স্ট্যালিন। ছবি: তৃণমূলের টুইটার অ্যাকাউন্টের সৌজন্যে।

• বাবাসাহেব অম্বেডকরের বানানো সংবিধান ধ্বংস করে দিচ্ছে বিজেপি এবং এনডিএ, এনডিএ সরকারকে যে কোনও মূল্যে সরাতে হবে, ব্রিগেডের সভায় বললেন বহুজন সমাজ পার্টির নেতা সতীশ মিশ্র।

• আগামী মে মাসে ভারতে দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের লড়াই: তামিলনাড়ুর ডিএমকে দলের নেতা স্ট্যালিন

• দেশের ধর্মের নামে বিভাজন চলছে, আসল রামের সঙ্গে ‘মহব্বত’ করতে হবে। প্রধানমন্ত্রী কে হবে পরে ঠিক করা যাবে। আসল সবার আগে নেতাদের একজোট হতে হবে: ফারুক আবদুল্লা

• মঞ্চে আছেন ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, শরদ পওয়ার

লড়াই করে দিল্লিতে বদল আনতে হবে: মমতা বন্দ্যোপাধ্যায়

• যে কোনও মূল্যে ভোট বিভাজন রুখতে হবে, সারা দেশে যেখানেই ভোট বিভাজন হয়েছে, তাই ফায়দা লুটেছে বিজেপি:কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি

• সমস্ত প্রতিনিধিদলকে কুক্ষিগত করেছে বিজেপি: অরুণ শৌরি

আর কোনও সরকার এত মিথ্যা বলেনি: যশবন্ত সিনহা

• ২২ দলের রামধনু আজ ব্রিগেডের সভায়: কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি

দেখুন বিগ্রেড লাইভ, সরাসরি...

• আসন্ন লোকসভা নির্বাচনে আমরা সবাই একজোট হয়ে লড়ব: যশবন্ত সিনহা

• সবকা সাথ সবকা বিকাশ নয়, বিজেপি শাসনে আসলে সবাই নাশ হয়েছে: যশবন্ত সিনহা

• একজোট হয়ে মোদীর অপশাসন শেষ করতে হবে: অরুণাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী গেগং আপাং

• ব্রিগেডে বক্তব্য রাখেন রাষ্ট্রীয় লোকদল নেতা এবং জাঠ বলয়ের নেতা জয়ন্ত চৌধুরি। মমতার ফসলবিমায় চাষিরা উপকৃত হয়েছে বলে জানান তিনি।

আঞ্চলিক দলগুলিকে একত্রিত করতে হবে, সেই কাজটাই দিদি করে দেখাবেন: ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতা এবং শিবু সোরেনের ছেলে হেমন্ত সরেন

• সকাল এগারোটা থেকেই মঞ্চে আসতে শুরু করেন একে একে রাজনৈতিক নেতারা। বারোটার বেশ কিছুক্ষণ আগেই মঞ্চে হাজির হন তৃণমূল নেত্রী।

শুরুটা হয় গানের মধ্যে দিয়েই। সকাল এগারোটা নাগাদ মঞ্চে ছিলেন কবীর সুমন, নচিকেতা, সৌমিত্র। গান দিয়েই শুরু হয় ব্রিগেড সমাবেশ।

আজ তৃণমূলের ব্রিগেড সমাবেশ। সকাল ১০টার মধ্যেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমর্থকদের ঢুকে যেতে অনুরোধ জানানো হয়েছে দলের পক্ষ থেকে। তাই সকাল সকাল রাজ্যের নানা প্রান্ত থেকে দলের কর্মী-সমর্থকরা একে একে হাজির হতে শুরু করেছেন। দূর-দূরান্ত থেকে আসা অনেক কর্মী-সমর্থক শুক্রবার রাতেই শহরে পৌঁছে গিয়েছেন

সমাবেশকে ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ব্রিগেডের আশপাশে থাকা সমস্ত বহুতল থেকে নজর রাখছে কম্যান্ডো বাহিনী। মিছিল, যান চলাচল কোন পথে হবে তা নিয়ন্ত্রণ করতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। মিছিলে আসা গাড়ি রাখার জন্য ইডেন, বাবুঘাট, হেস্টিংস-এর আশপাশে পার্কিংয়ের বন্দোবস্ত করা হয়েছে।

কাতারে কাতারে মানুষ চলেছে ব্রিগেডের দিকে।

ব্রিগেডের আপডেট

• মঞ্চে এসে পৌঁছেছেন চন্দ্রবাবু নায়ডু, ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা।

• মঞ্চে হাজির হার্দিক পটেল।

• ব্রিগেডের মঞ্চে প্রায় সবাই এসেছেন: মমতা

• মঞ্চে হাজির ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিন

• ব্রিগেডে পৌঁছলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

এটা দুর্নীতিগ্রস্ত নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার সমাবেশ: বাবুল সুপ্রিয়

• ধর্মের নামে বিভাজনের রাজনীতি বরদাস্ত নয়: ফারুখ আবদুল্লা

• আরএসএস-বিজেপিকে রুখতেই হবে: জিগ্নেশ মেবাণী

• ব্রিগেডে ঐতিহাসিক সমাবেশ: প্রফুল্ল পটেল

• মোদী বিরোধী মঞ্চের উত্থান: চন্দ্রবাবু নায়ডু

বাড়ি থেকে ব্রিগেডের উদ্দেশে রওনা দিলেন মমতা।

• কেন্দ্রে জোটের মজবুত সরকার হবে: দেবগৌড়া

নানা সাজে ব্রিগেডের উদ্দেশে তৃণমূলের সমর্থকরা। নিজস্ব চিত্র।

• আর কিছু ক্ষণের মধ্যেই কালীঘাটের বাড়ি থেকে ব্রিগেডের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ঐতিহাসিক সমাবেশের আর কয়েক ঘণ্টা বাকি। সমস্ত জাতীয় স্তরের নেতাদের স্বাগত। শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং প্রগতিশীল দেশ গড়তে হবে। টুইট করে জানালেন মমতা।

• দেশ বদল চায়, নতুন প্রধানমন্ত্রী চায়: অখিলেশ যাদব

​​​• শহরে এসে পৌঁছলেন অরবিন্দ কেজরীবাল। তিনি বলেন, “মোদী-শাহ জুটি দেশের পক্ষে ক্ষতিকর।

​​​• দুর্ঘটনায় আহত বিধাননগরের গোয়েন্দা প্রধান। পুলিশের দাবি, ব্রিগেডমুখী বাসের ধাক্কায় আহত হন তিনি। যান নিয়ন্ত্রণের সময় ধাক্কা লাগে তাঁর।

​​• হাজরা থেকে একটি বড় মিছিল আসছে ব্রিগেডের পথে।

ব্রিগেড সমাবেশের মঞ্চ। নিজস্ব চিত্র।

• সল্টলেক থেকেও একটি মিছিল আসবে ব্রিগেডের দিকে। মিছিলটি সল্টলেক থেকে পার্ক সার্কাস-পার্ক স্ট্রিট হয়ে ব্রিগেডে আসবে।

​• তৃণমূল কর্মী-সমর্থকদের একটি মিছিল আসবে বন্দর-হেস্টিংস হয়ে ব্রিগেডে।

মিছিল আসবে শিয়ালদহ-এসএন ব্যানার্জি রোড হয়ে।

• যান চলাচলের উপর নিয়ন্ত্রণ করা হয়েছে রেড রোড, ডাফরিন রোড।

এজেসি বোস রোডের একাংশ নো পার্কিং জোন নির্দিষ্ট করেছে পুলিশ।

• মিছিলের জন্য বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ।

• যে কোনও রকম পরিস্থিতি মোকাবিলায় সকাল থেকে শহরের নানা প্রান্তে পুলিশের শীর্ষ কর্তারা।

• মিছিলের কারণে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যান নিয়ন্ত্রণ।

• ব্রিগেডের পথে ভোর থেকে একের পর এক মিছিল।

• ভোর চারটে থেকে পণ্যবাহী যান চলাচলের উপর নিয়ন্ত্রণ জারি করা হয়েছে।

• হাওড়া-শিয়ালদহ-শ্যামবাজারে তৃণমূল সমর্থকদের জমায়েত।

• হাওড়া-শিয়ালদহ স্টেশনে ভোরের ট্রেনেই বহু তৃণমূল কর্মী-সমর্থকরা চলে এসেছেন।

অন্য বিষয়গুলি:

Brigade TMC Mamata Banerjee TMC Brigade TMC Rally Kolkata Rally Kolkata Brigade ব্রিগেড সমাবেশ তৃঁণমূল
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy