এ যেন গোদের উপর বিষফোড়া!
এক দিকে সেতু দিয়ে ভারী যান চলাচল বন্ধ থাকায় রোজ যানজটে ফেঁসে থাকছে বিটি রো়ডের ডানলপ মোড়। যার ফলে উত্তর শহরতলির ব্যস্ত এই রাস্তায় গাড়ির লম্বা লাইন লেগেই থাকছে। এর সঙ্গেই শনিবার দুপুরে যোগ হল যুব উৎসবের মিছিল। সব মিলিয়ে প্রায় দেড় ঘণ্টা তীব্র যান-যন্ত্রণার শিকার হতে হল যাত্রীদের। তাঁদের মতে, শুধু ডানলপ নয়, ভোগান্তি হয়েছে বিটি রোড সংলগ্ন প্রায় সব রাস্তায়। গাড়ির লাইন সামলাতে কার্যত মাথায় হাত পরেছে পুলিশেরও।
স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এলাকায় যুব উৎসব পালন করতে এ দিন দুপুর ২টো নাগাদ কামারহাটির রথতলা মোড় থেকে শুরু হয় মিছিল। কয়েক হাজার মানুষ, স্কুল পড়ুয়া, ঘোড়ার গাড়ি, বাউল গান, ছো নাচ-সহ বিশাল শোভাযাত্রা বিটি রোড ধরে বেলঘরিয়া থানার সামনে থেকে শুরু হয়। এল-৯ মোড় হয়ে নীলগঞ্জ রোড ধরে মিছিল শেষ হয় দেশপ্রিয় নগরে। এর ফলে ব্যারাকপুরের দিক থেকে আসা গাড়ি যেমন আটকে পরে, তেমনই নীলগঞ্জ রোডেও ব্যাপক যানজট হয়। প্রায় তিন কিমি রাস্তায় দেড় ঘণ্টা ধরে কার্যত বন্ধ ছিল