Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বইমেলার জন্য বাস-অটোর রুট বদল, ভোগান্তি

কর্তব্যরত পুলিশকর্মীদের জিজ্ঞাসা করলে তাঁরাও স্পষ্ট করে কিছু বলতে পারছেন না। একটি-দু’টি অটো এলেও সেখানে তাদের দাঁড়াতে দেওয়া হয়নি। কোথা থেকে কী ভাবে বাড়ি যাওয়ার গাড়ি পাবেন, বুঝতে পারছিলেন না কেউ।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৮ ০১:৫৫
Share: Save:

বইমেলার উদ্বোধনের জন্য সাজ সাজ রব। চার দিকে থিকথিক করছে পুলিশ। উল্টো দিকে ময়ূখ ভবন মোড়ের সামনে অসংখ্য মানুষ দাঁড়িয়ে। কেউ ধরবেন বাস, কেউ বা অটো। কিন্তু সেই রাস্তায় যে বাস আসবে না, সে কথা জানেনই না তাঁরা। কারণ, বাসগুলি তত ক্ষণে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। অথচ, প্রশাসনের তরফে তা জানানোর কোনও উদ্যোগ নেই। এমনকী, কর্তব্যরত পুলিশকর্মীদের জিজ্ঞাসা করলে তাঁরাও স্পষ্ট করে কিছু বলতে পারছেন না। একটি-দু’টি অটো এলেও সেখানে তাদের দাঁড়াতে দেওয়া হয়নি। কোথা থেকে কী ভাবে বাড়ি যাওয়ার গাড়ি পাবেন, বুঝতে পারছিলেন না কেউ।

সল্টলেকে বইমেলার উদ্বোধনের দিন এ ভাবেই ভোগান্তিতে পড়লেন নিত্যযাত্রীদের একাংশ। তাঁদের অভিযোগ, মঙ্গলবার অফিস থেকে ফেরার পথে পরিচিত জায়গা থেকে বাস অটো পাননি তাঁরা। কোথা দিয়ে কোন রুটের বাস ঘোরানো হয়েছে, সে বিষয়ে কেউই কিছু জানাতে পারেনি।

ময়ূখ ভবন মোড়ের মতো একই ছবি করুণাময়ী মোড়েও। কোথা থেকে বাস মিলবে, কোথায় অটো মিলবে, তা বুঝতে পারছিলেন না কেউ। পুলিশের অবস্থাও তথৈবচ। ময়ূখ ভবনের সামনে দাঁড়িয়ে বেসরকারি সংস্থার কর্মচারী, কামারহাটির বাসিন্দা সৌরভ মণ্ডল বলেন, ‘‘অফিস থেকে বেরিয়ে দেখি, বাস আসছে না। অনেকে দাঁড়িয়ে রয়েছেন। কয়েক জন পুলিশকর্মীকে জিজ্ঞাসা করলাম। তাঁরাও কিছু বলতে পারলেন না। তাঁর পরে এক পুলিশ আধিকারিক এসে জানালেন, পূর্ত ভবন মোড় থেকে বাস মিলবে। ওই মোড় থেকেই বাসগুলি ঘুরিয়ে দেওয়া হয়েছে। সেখানে গিয়েও প্রায় ৪৫ মিনিট বাদে বাসের দেখা পেয়েছেন তিনি।

আবার অটোচালকদের একাংশের দাবি, ময়ূখ ভবনের সামনে সার্ভিস রোডে অটো দাঁড়াতে দেওয়া হবে বলে জানিয়েছিল পুলিশ। কিন্তু এ দিন দুপুর থেকে তা দেওয়া হয়নি। এ দিন বইমেলার উদ্বোধন হলেও সর্বসাধারণের জন্য তা খোলা হয়নি। ফলে অতিরিক্ত বাস বা গাড়ির চাপ নেই। তাই যানজট হওয়ারও প্রশ্ন ছিল না। তবে পূর্ত ভবন মোড় থেকে করুণাময়ীমুখী গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে। যা কারণে ওই মোড়ে গাড়ির চাপ ছিল বেশি।

বিধাননগর পুলিশের অবশ্য দাবি, বইমেলার জন্য ট্র্যাফিক সংক্রান্ত কী কী পরিবর্তন করা হচ্ছে, তা সংবাদমাধ্যমে ও এফএমে ঘোষণা করে জানানো হয়েছে। বিভিন্ন এলাকায় দেওয়া হয়েছে পথ-নির্দেশিকা। ফলে বিভ্রান্তির প্রশ্নই ওঠে না। এ দিন যেটুকু সমস্যা হয়েছে, বইমেলা পুরোদমে চালু হয়ে গেলে তা মিটে যাবে বলেই পুলিশের একাংশের দাবি।

এক পুলিশকর্তার কথায়, ‘‘প্রথম দিন বাস ঘোরানোর জন্য প্রাথমিক ভাবে কিছু সমস্যা হয়তো হয়েছে। বুধবার থেকে সমস্যা হবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE