নির্দিষ্ট পথে না গিয়ে অন্য রাস্তায় ঢুকে পড়ায় রেল গার্ডের ধাক্কায় উড়ে গেল বাসের পুরো ছাদ। বরাতজোরে বাঁচলেন দুই স্কুলছাত্র-সহ চার আরোহী। শুক্রবার ঘটনাটি ঘটেছে মানিকতলা রেল সেতুর নীচে।
পুলিশ জানায়, মানিকতলা ইএসআই হাসপাতালে জখম স্কুলপড়ুয়া শিবম যাদব ও কৃষ্ণ শর্মা এবং অন্য দুই যাত্রী নন্দদুলাল কর ও সঞ্জয়কুমার কুণ্ডুর প্রাথমিক চিকিৎসা করা হয়। রাতে নন্দদুলালবাবুকে ভর্তি করা হয় বাইপাসের এক বেসরকারি হাসপাতালে। বাসচালক পলাতক।
পুলিশ জানায়, এ দিন বিকেলে সিএসটিসি-র ৩এ/২ রুটের ওই বাসটি সরশুনা থেকে কাঁকুড়গাছি যাচ্ছিল। মানিকতলা মেন রোডে সেটি রেল সেতুর আন্ডারপাস দিয়ে না গিয়ে ছোট গাড়ি যাওয়ার রাস্তায় ঢুকে যায়। রেল গার্ডের লোহার গেটটি তুলনায় নিচু হওয়ায় তার ধাক্কায় বাসের ছাদ কাটতে কাটতে যেতে থাকে। স্থানীয়েরা জানান, চালক যতক্ষণে বাসটি থামান, ততক্ষণে বাসের পুরো ছাদ কেটে ছিটকে পড়েছে।