Advertisement
২৬ এপ্রিল ২০২৪

দীপাবলির আলোয় ........

আজ কালীপুজো। দীপাবলির আলোয় সেজেছে চারিদিক। পুজো কোথায় কেমন তারই কিছু হদিস।বৈষ্ণবঘাটা উদয় সঙ্ঘ পঞ্চকালী পুজো: ৪৬তম বর্ষ। সাবেক পুজো। ১৪ ফুটের শ্যামাকালী প্রতি বছরই পূজিত হয়। ১২ ফুট উচ্চতার অন্য চারটি রূপ পরিবর্তন হয়। নরসিংহী, কালরাত্রি, মহাগৌরী, চন্দ্রঘণ্টা এ বারের চার রূপ। চার দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

শশাঙ্ক মণ্ডল

শশাঙ্ক মণ্ডল

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৬ ০১:২৮
Share: Save:

বৈষ্ণবঘাটা উদয় সঙ্ঘ পঞ্চকালী পুজো: ৪৬তম বর্ষ। সাবেক পুজো। ১৪ ফুটের শ্যামাকালী প্রতি বছরই পূজিত হয়। ১২ ফুট উচ্চতার অন্য চারটি রূপ পরিবর্তন হয়। নরসিংহী, কালরাত্রি, মহাগৌরী, চন্দ্রঘণ্টা এ বারের চার রূপ। চার দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

করুণাময়ী কালী মন্দির (টালিগঞ্জ): ২৫৭তম বর্ষের এই পুজোয় জোড়া কুমারীপুজো হয়। হোম, চণ্ডীপাঠ ও ভক্তিগীতিও হয়।

কালীঘাট নতুন সঙ্ঘ: মণ্ডপসজ্জায় ব্যবহার হয়েছে প্লাইউড ও রঙিন কাপড়। মাঙ্গলিক, স্বস্তিকার ছোটোছোট প্রতিলিপি ব্যবহার হয়েছে।

পূর্ব পুঁটিয়ারি যুবক সমিতি: ৬৬তম বর্ষের পুজো ‘বোমের কালী’ বলে পরিচিত। মণ্ডপ সাবেক। কালীর নয়টি রূপ দেখা যাবে। এই পুজোর শেষে আতসবাজির প্রদর্শনী এবং বিসর্জনের শোভাযাত্রা যথেষ্ট আকর্ষণীয়।

রসা শক্তি সেবক সঙ্ঘ: টালিগঞ্জ স্টুডিও পাড়ার ৭১তম বর্ষে প্রতিমা শ্মশানকালী। প্রতিমার উচ্চতা ১৭ ফুট। থিম ‘জঙ্গল বুক’। মণ্ডপ সেজেছে বন্যপ্রাণীর মডেল, পাহাড় ও ঝরনায়।

আজাদগড় ফ্রেন্ডস স্টাফ: কঞ্চি, লাল সুতো, তিরকাঠি দিয়ে সাজানো হয়েছে পুজোর মণ্ডপ। এ বারের থিম, ‘খাঁচার মধ্যে অচিন পাখি’। মণ্ডপের গায়ে রয়েছে চটা ও কঞ্চির বিভিন্ন অলঙ্করণ। প্রতিমা সাবেক।

বিজয়গড় অগ্রগামী: ৬৭তম বর্ষের পুজো সাবেক। মণ্ডপে রামকৃষ্ণ ও সারদাদেবীর মূর্তির মাঝে রয়েছে বারো ফুটের সাবেক প্রতিমা।

বিজয়গড় মধ্যাঞ্চল: মন্দিরের আদলে মণ্ডপ। মণ্ডপসজ্জায় ব্যবহার হয়েছে রঙিন কাপড়। প্রতিমা সাবেক।

বাঁশদ্রোণী প্রদীপ সঙ্ঘ: থিম ‘ক্যালেন্ডার’। মণ্ডপসজ্জায় ব্যবহার হয়েছে বিগত পনেরো বছর এবং আগামী পনেরো বছরের কালী পুজোর তারিখের প্রতিলিপি।

বাঁশদ্রোণী কালীবাড়ি যুবকবৃন্দ: পুজোর তহবিল থেকে উরিতে শহিদ জওয়ানদের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে। ১৬ ফুটের সাবেক প্রতিমা।

বাঁশদ্রোণী রাইফেল ক্লাব: মণ্ডপ নাটমন্দিরের আদলে।

তরুণমহল ক্লাব, (ঢাকুরিয়া): ৭২তম বর্ষে ঘরোয়া পরিবেশে পুজো। ডাকের সাজে সাবেক প্রতিমা। পুজো উপলক্ষে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করবেন উদ্যোক্তরা।

গড়িয়া মা সারদা উন্নয়নী সমিতি: ৩৬তম বর্ষের এই পুজোর আকর্ষণ ঘরোয়া পরিবেশে পুজো। সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পঙক্তি ভোজনের আয়োজনও থাকছে।

জুবিলি ক্লাব (রাজপুর, বারেন্দ্র পাড়া): ৫০তম বর্ষ। ১৪ ফুটের শ্যামাকালী। ৪৫ ফুট উচ্চতার মণ্ডপ হচ্ছে দক্ষিণ ভারতীয় একটি মন্দিরের অনুকরণে।

তথ্য: দেবাশিস দাস

তালতলা ব্যায়াম সমিতি: ৫৪ তম বর্ষে পুতুলশিল্পে সাজছে মণ্ডপ।

শ্যামাচরণ মৈত্র লেন শ্যামাপূজা কমিটি: কাশীপুর উদ্যানবাটী সংলগ্ন ৬৩ বছরের পুজোর থিম রূপকথার উদ্যান।

দক্ষিণ দমদম

প্রতিমা সঙ্ঘ: পূর্ব সিঁথির ময়দান পল্লির এই পুজোয় কাটা অশ্বত্থ গাছের মধ্যে প্রতিমা।

পূর্বসিঁথি ক্যাম্প মিলন সঙ্ঘ: থিম, প্ল্যাস্টিক বর্জন।

ঘোষপাড়া আমরা সবাই: মাদুর, নারকেল মালায় তৈরি হয়েছে চাঁদ সদাগরের বজরা। প্রতিমা সাবেক।

এমসি গার্ডেন রোড উজ্জ্বল সঙ্ঘ: থিম, হংসরাজ। প্যারিস, চটের হংসরাজে থাকবে সাবেক প্রতিমা।

রাজারহাট

নেতাজি সঙ্ঘ: লালকুঠি পার্থনগরীর পুজোয় দেবী ছোট্ট মেয়ে। থাকবে ১০ হাজার প্রদীপ।

দশদ্রোণ ইউথ কর্নার শ্যামাপূজা কমিটি: রাজস্থানের হাওয়ামহল।

শক্তিসঙ্ঘ: জয়পুরের অ্যালবার্ট হল মিউজিয়ামের আদলে মণ্ডপ।

নরেন্দ্রনগর নেতাজি ক্লাব: ভগ্নপ্রায় মন্দিরে গাছ-গাছালি, পাথরের প্রতিমা।

বিকে ব্লক ইয়ুথ ফোরাম, সল্টলেক: বাতিল টিনের কৌটো দিয়ে মণ্ডপ। আলোয় মায়াবী পরিবেশ।

বারাসত

কেএনসি রেজিমেন্ট: তাইল্যান্ডের ‘প্যালেস অব এলিফেন্টা’-র আদলে হয়েছে মণ্ডপ।

পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব: বারাসত স্টেশন সংলগ্ন বিশাল পুকুরের চারপাশে দেখা যাবে নায়াগ্রা জলপ্রপাত। পাহাড়ি খাদ বেয়ে গুহার বাঁক ঘুরে দেখা যাবে ভৈরবী মূর্তি।

নবপল্লী সর্বজনীন: রোমের ভ্যাটিকান সিটির অনুকরণে মণ্ডপ। মাদার টেরিজার সন্ত প্রাপ্তি এ বারের মূল ভাবনা। প্রতিমাও সেই ভাবনায়।

বিদ্রোহী সঙ্ঘ: ভেলোরের শ্রীপুরম লক্ষ্মীনারায়ণ স্বর্ণমন্দিরের অনুকরণে ৫০ ফুট মণ্ডপ।

সন্ধানী: থিম, ‘নীরবে বন্দি শৈশব।’ সঙ্গে থাকছে মানানসই প্রতিমা।

রেজিমেন্ট: কেরলের স্বামী নারায়ণের মন্দিরের আদলে মণ্ডপ। আলোয় সার্কাসের জোকারের খেলা।

নবপল্লি ব্যায়াম সমিতি: তামিলনাড়ুর বৃহদেশ্বর মন্দিরের আদলে মণ্ডপ। ১৭ হাতের প্রতিমা।

ছাত্রদল: থিম, জলতরঙ্গ। শুকনো পাতা, নেট, প্লাস্টিকের খেলনা দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ।

শক্তিমন্দির: দেবীর ৫১ রূপ।

শতদল সঙ্ঘ: মণ্ডপ দিল্লির অক্ষয় মন্দিরের আদলে।

তরুছায়া: থিম, ‘সাধনার অঙ্গনে মাতৃ আরাধনা’। শক্তির বিভিন্ন রূপ কাল্পনিক মডেলে দেখা যাবে।

সাউথ ভাটরা: অজন্তার গুহাচিত্র।

ন’পাড়া ওয়েলফেয়ার কমিটি: নেপালের প্যাগোডা।

ইয়ং স্টার অ্যাসোসিয়েশন: হিমাচল প্রদেশের বুদ্ধ মন্দির।

রাইজিং স্টার: জলের বোতল দিয়ে মণ্ডপ। প্রতিমা এখানে সোনালি রঙের।

বরাহনগর

বনহুগলি যুবক সঙ্ঘ: বেত, কাপড়, থার্মোকল দিয়ে হয়েছে কাল্পনিক মন্দির।

আবাহনী: বেলঘরিয়া শরৎপল্লির এই পুজোয় গ্রাম ও শহুরে পরিবেশের মেলবন্ধনে হয়েছে মণ্ডপ।

নাটাগড় জগৎ জ্যোতি সঙ্ঘ: ফাইবার, থার্মোকল দিয়ে তৈরি বিভিন্ন ফুল ও পরীর জগৎ।

বনহুগলি রক্ষী বাহিনী: কাল্পনিক মণ্ডপ। সাবেক প্রতিমা।

ব্যারাকপুর

বয়েজ ক্লাব: কাল্পনিক মন্দিরের আদলে মণ্ডপ।

খেয়ালি ক্লাব: ৫০তম বর্ষে গঙ্গোত্রীর আদলে মণ্ডপ।

নবাগত ক্লাব: থিম পরিবেশ। আছে কন্যা সন্তানের ভবিষ্যৎ গড়া নিয়ে সচেতনতাও।

তথ্য: অরুণাক্ষ ভট্টাচার্য, শান্তনু ঘোষ এবং বিতান ভট্টাচার্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kali puja Celebration Diwali
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE