Advertisement
১৯ মে ২০২৪

মঞ্চ বেঁধে রাস্তা বন্ধ করাও ‘স্বাধীনতা’

এলগিন রোডের একটি বিপণিতে যাবেন বলে নিজের গাড়ি করে দুপুর বারোটা নাগাদ স্ত্রী ও কন্যাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন চারুমার্কেট এলাকার বাসিন্দা সম্রাট ঘোষ। কালীঘাট পার হতেই থমকে গেল গাড়ি। প্রায় তিরিশ মিনিট যানজটে আটকে থাকার পরে হাজরা মোড় ছাড়িয়ে এগোতে পারলেন তাঁরা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৫ ০০:৫৪
Share: Save:

এলগিন রোডের একটি বিপণিতে যাবেন বলে নিজের গাড়ি করে দুপুর বারোটা নাগাদ স্ত্রী ও কন্যাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন চারুমার্কেট এলাকার বাসিন্দা সম্রাট ঘোষ। কালীঘাট পার হতেই থমকে গেল গাড়ি। প্রায় তিরিশ মিনিট যানজটে আটকে থাকার পরে হাজরা মোড় ছাড়িয়ে এগোতে পারলেন তাঁরা।

এ হাল শুধু হাজরা মোড়ের নয়, এই ভোগান্তি চলেছে শহরের দক্ষিণ থেকে উত্তরের বিভিন্ন এলাকায়। স্বাধীনতা দিবস উদ্‌যাপনের জন্য রাস্তা আটকে মঞ্চ তৈরি হওয়ায় যানজটের শিকার হয়ে দুর্ভোগ হয় সাধারণ মানুষের।

গত কয়েক দিন ধরেই হাজরা, বেহালা, রানিকুঠি, বাগবাজার, নিমতলা ঘাট স্ট্রিট-সহ বিভিন্ন রাস্তা আটকে মঞ্চ তৈরির কাজ চলছিল। শুক্রবার সকালেই রাস্তার বড় একটি অংশ আটকে ওই সব মঞ্চ তৈরি হয়ে যায়। ফলে শুক্রবার সকাল থেকেই ভোগান্তিতে পড়তে হল নিত্যযাত্রীদের।

পুলিশ সূত্রের খবর, দক্ষিণের রানিকুঠি, হাজরা মোড় এবং বেহালা, ভবানীপুরের স্কুল রোয়ের মতো রাস্তার বড় একটা অংশ আটকে তৈরি করা হয়েছিল মঞ্চ। পাশাপাশি, উত্তরের পাইকপাড়ায়, নিমতলা ঘাট স্ট্রিট, পাথুরিয়া ঘাটা স্ট্রিট, বাগবাজারেও রাস্তা আটকে মঞ্চ করা হয়েছিল। অনুষ্ঠান রাতে হলেও হাজরা এবং বেহালার মঞ্চের জন্য সকাল থেকে রাত পর্যন্ত এস পি মুখার্জি রোড এবং ডায়মন্ড হারবার রোডে ব্যাহত হয় যান চলাচল। ফলে গন্তব্যে পৌঁছতে নাজেহাল হতে হল আম জনতাকে। হাজরা এবং বেহালার ওই অনুষ্ঠানের জেরে গাড়ির সারিতে অবরুদ্ধ হয়ে পড়ে দক্ষিণ কলকাতার ওই এলাকার আশেপাশের সব রাস্তাই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রানিকুঠিতে মঞ্চের জন্য বাঘা যতীনগামী রায়পুর রোড বৃহস্পতিবার থেকেই বন্ধ। ফলে সব গাড়িকেই নেতাজিনগর হয়ে ঘুরে যেতে হচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।

পুলিশ সূত্রের খবর, রাস্তা আটকে মঞ্চ তৈরি করে ওই অনুষ্ঠানের জন্য কোনও সরকারি অনুমতি কাউকেই দেওয়া হয় না। আয়োজকদের তরফে শুধুমাত্র স্থানীয় থানায় একটি চিঠি দিয়ে অনুষ্ঠানের কথা জানিয়ে দেওয়া হয়। লালবাজারের এক পুলিশকর্তা বলেন, ‘‘ধর্মতলার সমাবেশ হোক কিংবা স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। আমরা কাউকেই অনুমতি দিই না।’’ লালবাজার সূত্রে জানা গিয়েছে, বিরোধী দল রাস্তা আটকে কোনও অনুষ্ঠান করলে তাতে পুলিশ বাধা দেয়। কিন্তু শাসকদলের অনুষ্ঠান হলে অন্য কথা।

হাজরা রোড থেকে উত্তরে যাওয়ার রাস্তার প্রায় বেশির ভাগ অংশ জুড়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান মঞ্চ তৈরি হয়েছে। অভিযোগ, এ দিন সকাল থেকে ওই মঞ্চের জন্য যানজট হলেও তা মানতে চাননি শাসকদলের স্থানীয় নেতা সচ্চিদানন্দ বন্দোপাধ্যায়। রাস্তা আটকে অনুষ্ঠান করার পিছনে তাঁর যুক্তি, ‘‘সারা পৃথিবীতেই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হয়। আমরাও তা-ই করছি। আমাদের মঞ্চের জন্য তেমন কোনও যানজট হয়নি।’’ উত্তরে রাস্তা আটকে মঞ্চ তৈরি হলেও যানজট হয়নি বলে জানান মন্ত্রী শশী পাঁজা। তাঁর বক্তব্য, প্রত্যেক দিন তো স্বাধীনতা দিবস পালিত হয় না। বছরের একটি দিন এই ধরনের অনুষ্ঠান হলে অসুবিধা হওয়ার কথা নয়। পুলিশের কাছে যাবতীয় অনুমতি নিয়েই অনুষ্ঠান করা হয়।

শুধু কলকাতা নয়, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উপলক্ষে হাওড়ার একাধিক রাস্তা প্রায় বন্ধ করে মঞ্চ গড়া হয়। রাস্তার পুরোটাই বন্ধ করে দেওয়া হয় বেলেপোলের মোড়ের কাছে শরৎ চ্যাটার্জি রোডে। গুরুত্বপূর্ণ ওই রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE