অনুষ্ঠানে তারস্বরে মাইক বাজানোকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র নিউটাউন সংলগ্ন পাথরঘাটা এলাকা। এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী-সহ আহত হয়েছেন স্থানীয় বাসিন্দারা। এক দিকে যেমন পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে, তেমনই এলাকাবাসীদের দাবি, পুলিশ তাদের ধরে মারধর করেছে।
মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মাইক বাজানো একেবারেই নিষিদ্ধ। তা সত্ত্বেও প্রশাসনের নিষেধাজ্ঞা উড়িয়ে মাইক চলছিল একটি পুজোর অনুষ্ঠানে। বুধবার রাতে এলাকার একাংশের বাসিন্দা নিউটাউন থানায় এ নিয়ে অভিযোগ করেন। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
এর পরেই জনতা-পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। উত্তেজিত জনতা পাথরঘাটা রাস্তা অবরোধ করেন। টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে রাস্তা আটকে দেন তাঁরা। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এলাকায় উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।