Advertisement
১৯ মে ২০২৪

‘প্রণাম’-এর হাত ধরে জীবনের জয়গান

‘বাঁচব হাসতে হাসতে’— এই ওঁদের এখন জীবন মন্ত্র। আগে ছিলেন নিঃসঙ্গ, এখন আর একা নয়। পাশে কলকাতা পুলিশ। তাই একাকিত্ব ছেড়ে, আনন্দ খুঁজে নিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৬ ০১:৪৯
Share: Save:

‘বাঁচব হাসতে হাসতে’— এই ওঁদের এখন জীবন মন্ত্র। আগে ছিলেন নিঃসঙ্গ, এখন আর একা নয়। পাশে কলকাতা পুলিশ। তাই একাকিত্ব ছেড়ে, আনন্দ খুঁজে নিয়েছেন।

ওঁরা কলকাতা পুলিশের ‘প্রণাম’-এর সদস্য। মঙ্গলবার প্রণামের উত্তর বিভাগের বার্ষিক অনুষ্ঠান ছিল। এ দিন প্রণামের সদস্যেরা গান-আবৃত্তিতে দিনটা কাটালেন অন্য রকম। ২০০৯-এ কলকাতা পুলিশ ও একটি স্বেচ্ছাসেবী সংস্থা যৌথ উদ্যোগী হয়ে পথ চলা শুরু করেছিল। শহরের বয়স্ক মানুষদের সুরক্ষা দিতে ও চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে তৈরি হয়েছিল এই সংগঠন। কলকাতা পুলিশ জানিয়েছে, এখন ‘প্রণাম’-এর সদস্য সংখ্যা প্রায় ১৪ হাজার। পুলিশের কাজ শুধু প্রশাসনিক কাজের মধ্যেই সীমাবদ্ধ নয়, তার একটি মানবিক দিকও রয়েছে। এ দিনের অনুষ্ঠানে সেটাই তুলে ধরেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (এস্টাবলিশমেন্ট) সুজয় চন্দ। তাঁদের কাজে সরকার সব রকম সহযোগিতা করবে বলে জানান রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে। এ ছাড়াও উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল, অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pronam Cultural organisation Kolkata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE