Advertisement
২৭ এপ্রিল ২০২৪

এখনও সঙ্কট কাটেনি আসনার

গত রবিবার পরিবারের সঙ্গে ‘লং ড্রাইভে’ গিয়ে হাওড়ার ডোমজুড়ে গাড়ি দুর্ঘটনায় পড়ে সদ্য দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ আসনা। ঘটনায় সময়ে সে বাবার বন্ধু শিবাজী রায়ের ফেরারিতে ছিল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ জুন ২০১৮ ০২:১৪
Share: Save:

দুর্ঘটনার ৭২ ঘণ্টা পরেও একই রকম আশঙ্কাজনক অবস্থায় ফেরারি গাড়ির একমাত্র জীবিত সওয়ারি আসনা সুরানা। বুধবার তার পরিবারের তরফে জানানো হয়েছে, এ দিনও তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। ডাকলে মাঝেমধ্যে সাড়া দিচ্ছে সে। হাসপাতাল সূত্রের খবর, বৃহস্পতিবার থেকে সামান্য তরল খাওয়ানো হতে পারে আসনাকে। এক চিকিৎসক জানাচ্ছেন, আসনার শারীরিক অবস্থা কিন্তু এখনও সঙ্কটমুক্ত নয়। মাঝেমধ্যে তার জ্ঞান ফিরছে।

গত রবিবার পরিবারের সঙ্গে ‘লং ড্রাইভে’ গিয়ে হাওড়ার ডোমজুড়ে গাড়ি দুর্ঘটনায় পড়ে সদ্য দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ আসনা। ঘটনায় সময়ে সে বাবার বন্ধু শিবাজী রায়ের ফেরারিতে ছিল। ঘটনাস্থলেই শিবাজীর মৃত্যু হয়। দ্রুত আসনাকে নিয়ে আসা হয় একবালপুরের এক বেসরকারি হাসপাতালে। সেখানেই গত রবিবার থেকে চিকিৎসাধীন রয়েছে সে।

আসনা আপাতত একটি মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছে। টিমের এক চিকিৎসক জানান, আসনার শরীরের উপরের অংশে বাইরে থেকে আঘাত নেই। তবে পা এবং কোমরের নীচের অংশে গুরুতর আঘাত রয়েছে। পায়ে অস্ত্রোপচার করা প্রয়োজন। তবে আসনার আতঙ্ক এখনও কাটেনি। রক্তচাপ ওঠা-নামা করছে। তার অবস্থা কিছুটা স্বাভাবিক হলে তবেই অস্ত্রোপচারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এক চিকিৎসক বলেন, ‘‘আসনার শারীরিক অবস্থা আরও ২৪ ঘণ্টা না কাটলে বলা সম্ভব নয়। আজ, বৃহস্পতিবার আসনার পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।’’

আসনার কাকা অতুল সুরানা এ দিন বলেন, ‘‘ভাইঝি আগে সুস্থ হোক। ওর জ্ঞান ফিরলে সে দিন ফেরারিতে কী হয়েছিল জানতে পারব।’’ আপাতত আসনার জ্ঞান ফেরার অপেক্ষায় তদন্তকারীরাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Asna Surana Ferrari Accident ICCU Hospitalized
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE