Advertisement
১৬ মে ২০২৪

ফের কাটা হচ্ছে ভরাট হওয়া পুুকুর

রাতের অন্ধকারে একটি পুকুরকে ভরাট করে মাঠ বানিয়ে ফেলা হয়েছিল। স্থানীয়েরা বিষয়টি জানান বিধাননগর পুরনিগমে। পরিবেশ দিবসের আগে সেই ভরাট হওয়া পুকুরকে পুরনো অবস্থায় ফিরিয়ে দিতে মঙ্গলবার থেকে কাজ শুরু করল পুরনিগম। এ জন্য এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশও।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ জুন ২০১৬ ০০:৪৪
Share: Save:

রাতের অন্ধকারে একটি পুকুরকে ভরাট করে মাঠ বানিয়ে ফেলা হয়েছিল। স্থানীয়েরা বিষয়টি জানান বিধাননগর পুরনিগমে। পরিবেশ দিবসের আগে সেই ভরাট হওয়া পুকুরকে পুরনো অবস্থায় ফিরিয়ে দিতে মঙ্গলবার থেকে কাজ শুরু করল পুরনিগম। এ জন্য এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশও।

পুরনিগমের ২ নম্বর বরোর চেয়ারম্যান মণীশ মুখোপাধ্যায় জানান, হাতিয়াড়ার ধানকলে ১২ কাঠার একটি শরিকি পুকুর ছিল। স্থানীয়েরা অভিযোগ করেন, সেটি ২০-২৫ দিন আগে ভরাট করে দেওয়া হয়। মণীশবাবু বলেন, ‘‘নির্বাচনের জন্য ব্যবস্থা নেওয়া যায়নি। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। তার মধ্যেই আশা করছি পুকুরটি কাটা হয়ে যাবে। পরিবেশ ব্যাহত হয় এমন কাজ বরদাস্ত করা হবে না।’’ সুস্থ পরিবেশ বজায় রাখতে বাগুইআটি, কেষ্টপুর, হাতিয়ারার মতো বিভিন্ন জায়গায় প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। জঞ্জালের পুনর্ব্যবহারেরও প্রকল্প নেওয়া হয়েছে। বিধাননগর পুরনিগম এলাকাকে স্মার্ট সিটির আওতায় আনতে বৃষ্টির জল সংরক্ষণেরও পরিকল্পনা রয়েছে।

পুকুরটির মালিকানা যাঁদের, ভরাটের পিছনে তাঁদের ভূমিকা কী তা কে খতিয়ে দেখবে? মণীশবাবু জানান, পুকুর-মালিকের সঙ্গেও কথা বলা হবে। স্থানীয়দের অভিযোগ, পুকুরটি ভরাট করার সময়েই তাঁরা স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছিলেন। কাউন্সিলর মহসিন আহমেদ অবশ্য জানান, তিনি বিষয়টি চিঠি লিখে পুরনিগমকে জানিয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

pond
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE