Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Calcutta News

এয়ারপোর্টে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

বাসে আগুনের জেরে ব্যস্ত সময়ে ব্যপক যানজট তৈরি হয় যশোর রোডে। ভোগান্তির শিকার হন যাত্রীরা।

যশোর রোডে দাউ দাউ করে জ্বলছে সরকারি বাস।  —নিজস্ব চিত্র।

যশোর রোডে দাউ দাউ করে জ্বলছে সরকারি বাস। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮ ১৩:৪৩
Share: Save:

অল্পের জন্য বেঁচে গেলেন প্রায় ৩৫ জন বাসযাত্রী। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ আচমকাই যশোর রোডের উপর দাউ দাউ করে জ্বলে ওঠে একটি সরকারি বাস। কোনও মতে কেবিন থেকে লাফ দিয়ে নামেন গাড়ির চালক। হুড়োহুড়ি করে নামেন বাসের প্রায় সব যাত্রী। বাসে আগুনের জেরে ব্যস্ত সময়ে ব্যপক যানজট তৈরি হয় যশোর রোডে। ভোগান্তির শিকার হন যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি আসানসোল থেকে করুণাময়ী যাচ্ছিল। যশোর রোডের উপর বিমানবন্দরের তিন এবং আড়াই নম্বর গেটের মাঝে ঘটনাটি ঘটে। বাসের চালক পুলিশকে জানিয়েছেন, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে আসার সময়ে তিনি সমস্যা টের পাচ্ছিলেন। বাসের ইঞ্জিন প্রচণ্ড গরম হয়ে যাচ্ছিল। ধীর গতিতেই বাস চালাচ্ছিলেন যাতে কোনও মতে করুণাময়ী অবধি পৌঁছে যাওয়া যায়।

বাবলু সরকার নামে এক প্রত্যক্ষদর্শী বলেন,“আমরা পাশের একটি চায়ের দোকানে চা খাচ্ছিলাম। হঠাৎ প্রচণ্ড আওয়াজ করে মাঝরাস্তায় বাসটি দাঁড়িয়ে যায়। বাসের ইঞ্জিন থেকে ধোঁয়া বার হচ্ছিল। বাসের কেবিন থেকে লাফ দিয়ে নেমে আগুন আগুন বলে চেঁচাতে থাকেন চালক।” চালকের চিৎকার শুনে হুড়মুড় করে যাত্রীরা নেমে আসেন। দূরপাল্লার বাস হওয়ায় অনেক যাত্রীর কাছে মালপত্র ছিল। কয়েক জন সে সব ফেলেই নেমে আসেন। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন লেগে যায় গোটা বাসে।

(ইতিহাসের পাতায় আজকের তারিখ, দেখতে ক্লিক করুন— ফিরে দেখা এই দিন।)

খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে ব্যাপক যানজট তৈরি হয়ে যায় যশোর রোডের এয়ারপোর্টগামী অংশে। জ্বলে যাওয়া বাসের পাশ দিয়ে ছোট গাড়ি যেতে পারলেও, বড় গাড়ি সব আটকে যায়। ঘণ্টাখানেক পরে বাসটিকে সরানো সম্ভব হয়। তার পর যান চলাচল স্বাভাবিক হয়।

(কলকাতা শহরের রোজকার ঘটনার বাছাই করাবাংলা খবরপড়তে চোখ রাখুন আমাদেরকলকাতাবিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fire Jessore Road Accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE