E-Paper

বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য তৈরি হয়েও উদ্যান পড়ে নিউ টাউনে

অ্যাকশন এরিয়া ২-তে পেঁচার মোড়ের অদূরে প্রায় ছ’কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া ওই উদ্যানটি এখন শুধু সকাল ও সান্ধ্য ভ্রমণের জায়গার মধ্যেই আটকে রয়েছে।

প্রবাল গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: ২৭ জুন ২০২৫ ০৯:৪৯
উদ্যানটি এখন শুধু সকাল ও সান্ধ্য ভ্রমণের জায়গার মধ্যেই আটকে রয়েছে।

উদ্যানটি এখন শুধু সকাল ও সান্ধ্য ভ্রমণের জায়গার মধ্যেই আটকে রয়েছে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

বছর ঘুরতে চললেও নিউ টাউনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য তৈরি হওয়া উদ্যানটি এখনও চালু করা গেল না। অ্যাকশন এরিয়া ২-তে পেঁচার মোড়ের অদূরে প্রায় ছ’কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া ওই উদ্যানটি এখন শুধু সকাল ও সান্ধ্য ভ্রমণের জায়গার মধ্যেই আটকে রয়েছে।

বছরখানেক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই ‘সেনসরি’ উদ্যানটির ভার্চুয়াল উদ্বোধন করেন। এনকেডিএ-র অন্দরের খবর, উদ্যানটি নিয়ে ভাবনা ছিল যে, সেখানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিভিন্ন অনুশীলনের ব্যবস্থা থাকবে। কিন্তু সে সব কাজের জন্য যারা পারদর্শী, তেমন কোনও সংগঠন উদ্যানটি চালাতে এখনও পর্যন্ত সে ভাবে এগিয়ে আসেনি। এ রাজ্যে সরকারি উদ্যোগে এই ধরনের উদ্যান শুধু নিউ টাউনেই রয়েছে বলে এনকেডিএ-র দাবি।

এক দুপুরে সেখানে ঢুকে দেখা গেল, ঝাঁ-চকচকে উদ্যানটি খাঁ খাঁ করছে। জানা গেল, সকালে উদ্যানের গেট খোলে, বন্ধ হয় রাত ৮টায়। উদ্যানের ভিতরে দেখা গেল, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অনুশীলনের জন্য তৈরি গ্যালারিগুলি তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। গ্যালারির ভিতরে শিশুদের অনুশীলন তথা থেরাপির জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম থাকলেও তা কার্যত অব্যবহৃত অবস্থাতেই পড়ে রয়েছে। শুধু তা-ই নয়, হুইলচেয়ারে চেপে কেউ যাতে সহজে ঘোরাফেরা করতে পারেন, তার জন্য উদ্যানের ভিতরে চলাচলের রাস্তাও সে ভাবেই তৈরি করা হয়েছে।

সূত্রের খবর, নিউ টাউন তল্লাটে এক নম্বর সেক্টরে বেসরকারি এমন একটি উদ্যান চালু আছে। এনকেডিএ-র এক প্রাক্তন পদস্থ আধিকারিক জানান, সহজে সাধারণ পরিবারের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিষেবা দিতেই এমন উদ্যানের পরিকল্পনা করা হয়। সাধারণ মানুষও যাতে আসতে পারেন, সে ভাবেই উদ্যানের নকশা করা হয়।

এনকেডিএ-র এক পদস্থ আধিকারিক জানান, গ্যালারি-সহ উদ্যানটি চালু করতে দু’বার দরপত্র ডাকা হলেও কেউ এগিয়ে আসছে না। ওই আধিকারিকের কথায়, ‘‘নিউ টাউনে এই বিষয়ের উপরে কাজ করা কোনও সংস্থার হদিস পাইনি। যাদের সঙ্গে কথা হয়েছে, তারা নিউ টাউনের বাইরের। প্রয়োজনে দরপত্রের নিয়মে পরিবর্তনও করতে পারি। কিন্তু কাউকে তো এগিয়ে আসতে হবে। যে হেতু বিশেষ চাহিদাসম্পন্নদের নিয়ে কাজ করতে বিশেষ দক্ষতা প্রয়োজন, তাই সে রকম সংস্থার হাতেই দায়িত্ব দিতে চাইছি।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Newtown park Specially Abled

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy