তৃণমূলকে ‘ভাইপো’ নিয়ে আক্রমণ শানানো কৈলাস বিজয়বর্গীয়কে ‘ভাইপো’ অস্ত্রেই পাল্টা আক্রমণে গেল তৃণমূল। শনিবার পূর্ব মেদিনীপুরের রামনগরের সভায় সরাসরি নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং এ রাজ্যের দায়িত্বে থাকা কৈলাস। রবিবার তৃণমূল ভবনে তার জবাব দিতে গিয়ে দলের মুখপাত্র কুণাল ঘোষের চ্যালে়ঞ্জ, “ভাইপো না বলে, হিম্মত থাকলে নাম করে রাজনৈতিক সমালোচনা করুন।” কুণালের দাবি, তাঁর দলের যুবনেতার চরিত্রহনন করতেই বিজেপি এ সব বলছে।
কোনও রাজনৈতিক নেতার সন্তান বা সন্তানস্থানীয় কেউ রাজনীতিতে এলে তা নিয়ে কটাক্ষ কেন, সেই প্রশ্নও তোলেন কুণাল। ‘‘একজন চিকিৎসকের ছেলে চিকিৎসক হতে পারেন না? একজন আইনজীবীর ছেলে আইনজীবী হবে পারেন না?”— প্রশ্ন কুণালের। বিজেপি-র পারিবারিক সূত্রে রাজনীতিতে আসাদের দীর্ঘ তালিকাও তার হাতে আছে বলে তৃণমূল মুখপাত্র বলেন, “একজন রাজনীতিবিদের পরিবারের লোকেরও অধিকার রয়েছে রাজনীতিতে আসার।” তাঁর দাবি, রাজনৈতিক লড়াইতে ভয় পেয়েই ‘কুত্সায় নেমেছে’ বিজেপি।
কৈলাসকে লক্ষ্য করেই কুণাল বলেন, “আপনার ভাইপো তো বিসিসিআই-এর কর্তা হয়ে বসে আছেন। তার বিষয় কিছু বলেন না কেন আপনারা?” কুণালের বলা এই ‘ভাইপো’ যে অমিত শাহের ছেলে জয় শাহ, সেটা বুঝতে অসুবিধে হয় না।